কলকাতা লিগে প্রথম ডিভিশনেই খেলবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (Diamond Harbour Football Club)। মঙ্গলবার আইএফএ-এর গভর্নিং বডির সভার পর সাংবাদিকদের জানালেন সচিব জয়দীপ মুখোপাধ্যায়। রাজ্য সরকারের পক্ষ থেকেও একটি দল খেলবে প্রথম ডিভিশনে।

ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (Diamond Harbour Football Club) যে প্রথম ডিভিশনে খেলবে তা এক প্রকার নিশ্চিত ছিলই। মঙ্গলবার সাধারণ সভায় সেই প্রস্তাব উঠলে কোনও আপত্তি ওঠেনি। শুধু অভিষেকের ক্লাবই নয়, সেই সঙ্গে প্রথম ডিভিশনে আরও তিনটি নতুন দল খেলবে। অল ইন্ডিয়া এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব, বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাব এবং রাজ্য সরকারের বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি প্রথম ডিভিশনে খেলবে।

আরও পড়ুন: IPL: আইপিএলের জন্য শাহরুখ খানের ফোন পেয়েছিলেন এক পাক ক্রিকেটার

সুত্রের খবর, আইএফএ সচিব জয়দীপ বললেন, “ডায়মন্ড হারবার ক্লাবকে (Diamond Harbour Football Club) অন্তর্ভুক্ত করা হল। আমরা চাই আরও কর্পোরেট ক্লাব ফুটবলের জন্য এগিয়ে আসুক। আশা করছি অনেক ভাল ফুটবল খেলা দেখতে পাব। আগে শুধু প্রিমিয়ার লিগে ভাল খেলা হত, এখন সেটা প্রথম ডিভিশনেও হবে বলে আশা করছি।”