অস্ট্রেলিয়া সীমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। নাইট শিবিরে যোগ দিয়েছেন তিনি। ফলে কলকাতা নাইট রাইডার্সের ওপেনার সমস্যা মিটে যেতে পারে ১৫ এপ্রিল সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ থেকেই। শনিবার পর্যন্ত কোয়রান্টিন পর্ব চলবে তাঁর।

রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে ফিঞ্চের (Aaron Finch) কোয়রান্টিন শেষ হয়ে গেলেও বিনা প্রস্তুতিতে খেলানোর ঝুঁকি নাও নেওয়া হতে পারে। নাইট শিবিরে মাঝের সারির ব্যাটারদের নিয়ে কোনও সমস্যা নেই। তাঁরা রান পাচ্ছেন বলেই উপরের সারির ব্যাটাররা ব্যর্থ হলেও জয় ছিনিয়ে নিচ্ছে কেকেআর। শেষ ম্যাচে ওপেনার বেঙ্কটেশ আইয়ার রানে ফেরায় নাইট শিবিরে কিছুটা স্বস্তি ফিরেছে।

আরও পড়ুন: Glenn Maxwell: ডুপ্লেসিকে সাহায্য করতে কোহলিকে এগিয়ে আসার আর্জি ম্যাক্সওয়েলের

পাশাপাশি অজিঙ্ক রাহানের ছন্দ নিয়ে প্রশ্ন থাকছেই। ফিঞ্চ (Aaron Finch) খেলার জন্য তৈরি হয়ে গেলে রাহানের জায়গায় তাঁকে দিয়ে ওপেন করানো হতে পারে। উইকেটকিপার হিসেবে সে ক্ষেত্রে স্যাম বিলিংসের পরিবর্তে খেলাতে হবে শেল্ডন জ্যাকসনকে। আপাতত দিল্লির বিরুদ্ধে সে রকম কোনও পরিবর্তন দেখার সুযোগ কম।