এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন অ্যারন ফিঞ্চ (Aaron Finch)।নয় নম্বর দলে সই করে ফেলেছেন তিনি। যদিও প্রথমে তিনি নিলামে অবিক্রিত ছিলেন। কিন্তু অ্যালেক্স হেলস এ বার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারছেন না। কার্যত হেলসের বদলে দলে নেওয়া হয়েছে ফিঞ্চকে। তবে কলকাতায় খেলতে রাজি হওয়ার আগে নিজের স্ত্রী অ্যামিকেও এ কথা জানায়নি ফিঞ্চ।
সূত্রের খবর, এক সাক্ষাৎকারে ফিঞ্চ (Aaron Finch) জানান, “আমি রাতের খাবার খাচ্ছিলাম অ্যামির সঙ্গে। সেই সময় কলকাতার কোচ ব্রেন্ডন ম্যাকালামকে রাজি হওয়ার বার্তা পাঠাই। অ্যামিকে তখনও জানাইনি। প্রতি বার আমরা যখন ঘুরতে যাওয়ার পরিকল্পনা করি, তখনই কিছু না কিছু এসে যায়। শেষ ছ’বছরের মধ্যে দু’বছর অবশ্য করোনার জন্য কঠিন হয়ে গিয়েছিল ঘুরতে যাওয়া। কিন্তু এই সময় যখনই কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছি, তখনই শেষ মুহূর্তে কিছু না কিছু ঘটেছে। অ্যামি চমকে যায়নি, ও আমার পাশে দাঁড়িয়েছে। অ্যামি এবং আমার মেয়ে এস্থার কোনও এক সময় ভারতে আসবে।”
পাশাপাশি ফিঞ্চ (Aaron Finch) আরও জানান, “ভারতে অনুশীলন এবং সেখানে খেলাটা খুব গুরুত্বপূর্ণ। খুব কঠিন প্রতিযোগিতা। আমার মনে হয় সবাই নিজেকে পরীক্ষার মুখে ফেলতে চাইবে। সেরাদের বিরুদ্ধে নিজেদের পরীক্ষা করার আগে শেষ হয়নি এমন ক্রিকেটাররা সত্যিই গুরুত্বপূর্ণ।”
এবারের আইপিএল শুরু ২৬ মার্চ থেকে। তবে শুরুর কয়েকটা ম্যাচ খেলতে পারবেন না ফিঞ্চ।