অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস (Andrew Symonds)। সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় নিহত হন তিনি। ওই দুর্ঘটনা দেখে বাঁচানোর চেষ্টা করেছিলেন কুইন্সল্যান্ডের নর্দার্ন সিটির এক বাসিন্দা। কিন্তু সাইমন্ডসের আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাঁর চেষ্টা সফল হয়নি।

সাইমন্ডস (Andrew Symonds) গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার সঙ্গে সঙ্গে ছুটে যান স্থানীয় বাসিন্দা ওয়েলন টাউনসন। দু’বারের বিশ্বকাপজয়ী দলের সদস্যের জীবন বাঁচানোর চেষ্টা করেন তিনি। সুত্রের খবর, এক সংবাদ মাধ্যমকে টাউনসন বলেছেন, ‘‘সাইমন্ডস গাড়ির ভিতরে আটকে ছিলেন। আমি ওঁকে টেনে বাইরে আনার চেষ্টা করি। তার পর ওঁর পালস দেখি। সিপিআর দিয়েছি। কিন্তু ওঁর থেকে তেমন কোনও সাড়া পাইনি।’’

আরও পড়ুন: Ajinkya Rahane: চোটের জন্য ছিটকে গেলেন রহানে

ওয়েলন টাউনসন পেশায় একজন স্বাস্থ্যকর্মী। তিনি তাঁর সাধ্যমতো চেষ্টা করেন সাইমন্ডসকে (Andrew Symonds) বাঁচানোর। তাঁর ধারনা, দুর্ঘটনার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রাক্তন ক্রিকেটার। সাইমন্ডসের গাড়ি ঠিক কী ভাবে দুর্ঘটনার কবলে পড়ল তা জানতেই তদন্ত চালাচ্ছে কুইন্সল্যান্ড পুলিশ।