এবার বগটুই (Bogtui) কান্ডে ক্ষতিপূরণ দেওয়াকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের হল হাইকোর্টে। সোমবারই কলকাতা হাইকোর্টে দায়ের করা হয় এই জনস্বার্থ মামলা। এই অভিযোগের প্রেক্ষিতে আগামী ২ সপ্তাহের মধ্যেই রাজ্যকে হলফনামা জমা দিতে হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

উল্লখ্য, রামপুরহাটের পঞ্চায়েত প্রধান খুনের পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বগটুই। গত ২১ মার্চ রাতে বোমা মেরে খুন করা হয় ভাদুকে। আর সেদিন মাঝরাতেই বগটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এই অগ্নিকাণ্ডে প্রাণ সাতজনের মৃত্যুও হয়। তারপর থেকে গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে।

মুলত ঘটনার দু’দিন পর ওই গ্রামে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের আর্থিক সহায়তার কথাও বলেন। পাশাপশি, ক্ষতিগ্রস্ত পরিবারদের মধ্যে একজন করে সদস্যকে চাকরি দেওয়ার কথাও বলেছেন। এবার সেই নিয়েই প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সাক্ষীদের প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয় মামলাকারীদের পক্ষে। এই মামলা গ্রহণ করে হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দেয়, ক্ষতিপূরণ ও চাকরি দেওয়ার প্রক্রিয়া নিয়ে হলফনামা দেওয়ার।

 

আরো পড়ুন:Bogtui : নিহতদের পরিবারের ১০ জনকে চাকরির নিয়োগপত্র