লোকসভা ভোটের আগে আবারও খবরের শিরোনামে মালদা!এবার পুরাতন মালদায় বিজেপি নেতার গাড়িতে হামলা, কাঠগড়ায় তৃণমূল!

সূত্রের খবর,- পুরাতন মালদা ব্লকের সাহাপুরে বাইপাস লাগোয়া পকেট রাস্তায় বিজেপির নেতা অম্লান ভাদুড়ীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবাত রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে।

অভিযোগ, সেইসময় ওই বিজেপি নেতা তাঁর নিজস্ব পেট্রোল পাম্প থেকে বাড়ি ফিরছিলেন। ৬ জনের দুষ্কৃতীর দল তার গাড়ি ঘিরে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় বিজেপি নেতার গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। দুষ্কৃতি আক্রমণ বুঝতে পেরে ওই বিজেপি নেতার চালক গাড়ির গতি বাড়িয়ে এলাকা থেকে পালিয়ে আসে। পরবর্তীতে এই ঘটনায় হইচই বেঁধে যায়।

তৃণমূলের বিরুদ্ধেই আঙুল তুলেছেন অম্লান। তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই ঘটনায় জড়িত। তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল।

যদিও বিজেপি নেতার এই অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। তাঁদের বক্তব্য, অম্লান ভাদুড়ি কোনও বড় মাপের নেতা নয়। মোদি আসার আগে তিনি মানুষের নজরে পড়ার জন্য সাজিয়ে এসব কথা বলছেন।

 

 

আরো দেখুন:Bidhannagar:বিধাননগর পৌরনিগম ১২ নম্বর ওয়ার্ডে কর্মী সভা