দুয়ারে রেশনে মিলছে টাকা, আজব ছবি দেখা গেল মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায়। খাদ্য সামগ্রীর বদলে রেশনে মিলছে টাকা। আবার সে টাকা গুনে গুনে নিজেই দিচ্ছেন খোদ ডিলার। বুধবার সকালে রেশনের এমনই ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেল জেলার প্রশাসনিক মহলে।

প্রসঙ্গত, গ্রাহকদের সুবিধার্ধে দুয়ারে রেশন চালু করেছে রাজ্য সরকার। এক বছর ধরে মালদাতেও সে প্রকল্প চলছে। তবে পাকুয়াহাট কামাতিপাড়ায় দুয়ারে রেশনের কোনও চিহ্ন নেই। নেই ফ্লেক্স, ফেস্টুন কিংবা খাদ্য সামগ্রী! রেশন ডিলার বিভা রায়ের ছেলে ঝঙ্কারেশ রায় কর্মীর পাশে দাঁড়িয়ে গ্রাহকদের হাতে হাতে দিচ্ছেন নগদ টাকা। সম্প্রতি এমনই অভিযোগ গ্রাহকদের।

তাদের দাবি, রেশনের খাদ্য সামগ্রী আটা,চালের মান খুবই নিম্নমানের। তাই চাল, আটা খোলা বাজারে বিক্রি করে দিতে হয়। তবে রেশন ডিলার নিজেই রেশন দোকানে বসে আটা, চালের মূল্য ধরে টাকা দিয়ে দিচ্ছেন। যদিও রেশনে খাদ্য সামগ্রীর বদলে টাকা দেওয়ার কোনও নিয়ম নেই বলেই জানিয়েছেন খাদ্য সরবরাহ দফতরের কর্তারা। তবে, এহেন ঘটনার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছন পুলিশ-সহ বামনগোলার ফুড ইন্সপেক্টর মহম্মদ আলমেবাশেরুল। রেশন ডিলারের দোকান এবং গো-ডাউনেও যান তারা। তবে, কেন এমনটা করা হচ্ছে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি।

 

 

আরো দেখুন:Abhishek Banerjee:অভিষেককে ফের নোটিশ ইডির!তাহলে কি, রেশন দুর্নীতিতেও নাম জড়াতে চলেছে অভিষেকের?