চাঁদে কী খুঁজে বেড়াচ্ছে রোভার প্রজ্ঞান?ইসরোর টুইট করা নতুন ভিডিওতে রোভারকে ঘিরে শুরু জল্পনা!
বুধবার সন্ধেয় চাঁদের দক্ষিণ মেরুতে পালকের মতো ভেসে নেমে পড়েছে ভারতের চন্দ্রযান ৩-এর ল্যান্ডার, বিক্রম। বৃহস্পতিবার সকাল হতেই বিক্রমের পেটের ভিতর থেকে বেরিয়ে পড়েছে রোভার প্রজ্ঞান। আর তারপরই চন্দ্রযানের হৃদয় এই প্রজ্ঞান, গুটিগুটি পায়ে হেঁটে চাঁদে ঘুরে ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করে পৃথিবীকে পাঠাতে শুরু করে দিয়েছে।
এদিন এমনই একটি নয়া ভিডিও প্রকাশ্যে এনেছে ইসরো। যে ভিডিও-তে দেখা যাচ্ছে, সোলার প্যানেলের সাহায্য নিয়ে চলা রোভার প্রজ্ঞান ল্যান্ডার বিক্রম থেকে বেরিয়ে বেশ অনেকটাই পথ এগিয়ে গিয়েছে এবং এদিক সেদিক মুভমেন্টও করছে সে। খুঁজে বেরাচ্ছে চাঁদের মাটিতে জল, খনিজ পদার্থ কিংবা অন্য অজানা বস্তুগুলিকে। আর সেই অনুসন্ধানের রোমহর্ষক ভিডিও পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে ল্যান্ডার বিক্রম। যা দেখে রীতিমত তাজ্জব বনে গিয়েছে বিশ্ববাসী।
চাঁদের বুকে এখন কেমন রয়েছে আমাদের দেশের ‘গর্ব’, তা জানতে উৎসুক সকলেই। আর সেই আপডেট-ই টাইম টু টাইম দিয়ে চলেছে ইসরো। যা আবার টুইটারে বিশ্ববাসীর সাথে শেয়ার করে নেয় ইসরো।
আরো দেখুন:Aindrilla Sharma: “পুরস্কার নিয়ে একটুও ভাল লাগেনি।”- বললেন প্রয়াত ঐন্দ্রিলার মা