পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসে (TMC) বড়সড় ভাঙ্গন মানিকচকে। তৃণমূল ছেড়ে এক ঝাঁক তাবড়-তাবড় তৃণমূলের নেতারা যোগ দিলেন কংগ্রেসে। ফলে মানিকচকে ভোটের সমীকরণে বড়সড় রদবদল হতে পারে বলে মনে করছেন অনেকে।

এদিন মালদা জেলা পরিষদের তৃণমূলের বর্তমান সদস্য, তৃণমূল পরিচালিত মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তৃণমূলের প্রাক্তন প্রধান, বর্তমান পঞ্চায়েত সদস্য-সহ প্রায় ৪০০ জন তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান করেন। সোমবার বিকেল ৫টা নাগাদ কংগ্রেসের মানিকচকের দলীয় কার্যালয়ে মানিকচকের প্রাক্তন বিধায়ক তথা মালদা জেলা কংগ্রেসের নেতা মোত্তাকিন আলমের নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দেন তৃণমূলের প্রথম সারির নেতা তথা এনায়েতপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন। যোগদান করেন মোয়াজ্জেম হোসেনের সহ-ধর্মিনী বর্তমান মালদা জেলা পরিষদের সদস্যা সাবিনা ইয়াসমিন। মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূলের কর্মাধ্যক্ষ আশারুজ্জামান, বিকাশ মণ্ডল-ও। পাশাপাশি এদিন কংগ্রেসে যোগদান করেন তৃণমূল পরিচালিত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সীমা বিবি, চৌকি মির্জাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোস্তাক আলম-সহ মানিকচকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের টিকিট পাওয়া পঞ্চায়েত সদস্যরাও। মানিকচকের এই যোগদান কর্মসূচিতে কংগ্রেসে যোগ দেন যুব তৃণমূল কংগ্রেসের মালদা জেলার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী-সহ বিভিন্ন এলাকার তৃণমূলের কর্মী সমর্থকরা।

শাসকদলের অপরিসীম দুর্নীতির দিকে আঙুল তুলে তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদানের যুক্তির দাবি করলেও, এই যোগদানকে গুরুত্ব না দিয়ে শাসক দলের দাবি, তৃণমূল কংগ্রেসের টিকিট মিলবে না জেনেই টিকিটের লোভে কংগ্রেসে যোগদান করেছেন।

 

আরো পড়ুন:Bankura:নতুন পিচের রাস্তায় ফাটল!১৫ দিনের মধ্যে বন্ধ হল কাজ