পঞ্চায়েত ভোটের (Panchayat Election) তারিখ নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল রাজ্যে। সেই জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা করলেন নব-নিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি বলেন, এবারও এক দফায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী ৯ই জুন থেকে মনোনয়ন জমা শুরু হবে এবং ১৫ই জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৭ তারিখ স্ক্রুটিনির শেষ দিন। পাশাপাশি মনোনয়ন প্রত্যাহার করার জন্য ২০শে জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা।
ভোট গণনা বা ফল ঘোষণা কবে তা জানতে চাওয়া হলে তিনি প্রথমে জানান, সাধারণত ভোট গ্রহণের ১-২ দিন পরে হবে। পরে অবশ্য কমিশন সূত্রে জানা যায়, আগামী ১১ই জুলাই গণনা হতে পারে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মোট ২২টি জেলায় ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সংখ্যা ৫৮ হাজার ৫৯৪টি। মোট পঞ্চায়েত আসন ৬৩ হাজার ২৮৩টি। আগামী ৮ই জুলাই, শনিবার এই ৬৩ হাজার ২৮৩টি আসনে এক দফাতেই ভোট গ্রহণ করা হবে। তবে বর্ষায় ভোট হওয়ায় গ্রামে ভোট দিতে সমস্যা হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।