রানীগঞ্জের (Raniganj) বাংলা মাধ্যমের সরকারি স্কুল, গান্ধী স্মৃতি বালিকা বিদ্যালয়ের পঠন-পাঠন করা ছাত্রী অঞ্জলি বর্মন এবার নজির গড়ল অ্যাপ তৈরি করে। আর এই অ্যাপ তৈরি করার জন্যই সে পেল আমেরিকার ক্যালিফোর্নিয়ার মধ্যে অবস্থিত বিশ্বের তৃতীয় নম্বর ইউনিভার্সিটি স্ট্যান্ড ফোর্ড ইউনিভার্সিটিতে উচ্চতর বিদ্যার্জনের সুযোগ। বিশ্বের ৮ জন পড়ুয়ার মধ্যে এই প্রথম ভারতীয় মহিলা হিসেবে অঞ্জলি বর্মন এক্সিকিউটিভ এডুকেশনের জন্য আমন্ত্রণ পেয়েছে ক্যালিফোর্নিয়া স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটিতে।
জানা গিয়েছে, ‘এমা চ্যাট’ নামে একটি বিশেষ অ্যাপ তৈরি করেন অঞ্জলি। যেটি বিপুল সংখ্যক মানুষজনের, বিশেষ করে বিশ্বের উন্নত দেশ তথা- অস্ট্রেলিয়া, জার্মানি, ব্রাজিল-সহ বেশ কয়েকটি দেশের মানুষজনের বিভিন্ন উপযোগিতার ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হবে। তার এই সৃষ্টির কারণেই বিশ্বের অন্যতম ইউনিভার্সিটি তথা- স্ট্যান্ড ফোর্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে তিন বছর ধরে এক্সিকিউটিভ এডুকেশন, বিষয় নিয়ে গবেষণা করার সুযোগ করে দিয়েছে। জানা গেছে, তিন বছরের এই পঠন-পাঠনের জন্য তার প্রায় তিন কোটি টাকার মত খরচ হবে, যার সম্পূর্ণটাই বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ছাত্রীর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা যায় রানীগঞ্জের গান্ধী মেমোরিয়াল গার্লস হাই স্কুলে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করা ওই ছাত্রী একাদশ শ্রেণীতে পড়ার সময়ই অস্থি সমস্যা নিয়ে অসুস্থ হয়ে পড়ে এবং এরপর থেকেই নিজের চিরাচরিত পঠন-পাঠনের সাথেই পড়তে থাকে বিভিন্ন উদ্যোগপতি যেমন জ্যাকমা, রবার্ট কিওসাকি।
উল্লেখ্য, ইতিমধ্যেই ওই ছাত্রী এই অ্যাপ তৈরি করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বিশ্বের দরবারে। বিশেষত প্রেমিক যুগল, দম্পতিদের যে দূরত্ব থাকে, তা খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে কাটিয়ে তোলা সম্ভব হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রায় পাঁচ লক্ষ উপভোক্তার কাছে এই বিশেষ পরিষেবা পৌঁছে দিয়েছেন অঞ্জলি। আগামীতে স্ট্যান্ড ফোর্ড ইউনিভার্সিটিতে সে তার অ্যাপকে আরও বেশি উন্নত প্রযুক্তি দিয়ে আরও বেশি মানুষজনকে সংযুক্ত করে এই অ্যাপকে উন্নততর করে তুলবে বলেই আশা রাখছেন ওই ছাত্রী। গত শনিবারই ওই ছাত্রীর কাছে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য ভিসাও পাঠিয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। আগামী ২৭ শে জুন সে রওনা দিচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। ছাত্রীর আশা আগামীতে সে এই অ্যাপের মাধ্যমে যোগাযোগ স্থাপনের এক অনন্য নজির গড়ে তুলবে।
আরো দেখুন:Koromondol Express : আতঙ্কের রেশ কাটতে না কাটতেই থমকালো করমণ্ডল এক্সপ্রেসের চাকা