পর্যটককে বাঁচাতে গিয়ে মৃত্যু সিভিল ডিফেন্সের।দুই বছরেও চাকরি পেলেন না স্ত্রী।অভাব অনটনে দুই ছেলে,মেয়ে কে নিয়ে সংস্কার চালাচ্ছে মৃত সিভিল ডিফেন্সের স্ত্রী।ঘটনাটি পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur)।

পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থানার সিভিল ডিফেন্সের কর্মী ছিলেন সঞ্জয় শিট।তিন বছর আগে ওল্ড দীঘার জগন্নাথ ঘাটে এক পর্যটককে উদ্ধার করতে গিয়ে পাথরের খাঁজে পড়ে গিয়ে বুকে চোট পায় সে।দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে ও শেষ রক্ষা হয়নি।প্রায় আড়াই বছর আগে মারা যায় সঞ্জয়।

বর্তমানে মৃত সঞ্জয়ের স্ত্রী ও দুই ছেলে মেয়ে রয়েছে। সঞ্জয়ের মৃত্যুর পর পরিবারে নেমে এসেছে অভাব অনটন।অভুক্ত অবস্থায় দিন কাটছে সবার।

সঞ্জয় সিটের স্ত্রী মানসী সিট বলেন,-সঞ্জয় মারা যাওয়ার পর সরকার মানসীকে চাকরি সহ ৩ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।কিন্তু এখনও পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ সরকার করেননি বলে অভিযোগ।এমনকি বিধবা ভাতা পর্যন্ত মেলেনি তার। দিনের পর দিন সরকারি আধিকারিক থেকে রাজনৈতিক কর্তাব্যক্তিদের কাছে ছুটে চলেছেন তিনি।কোন রকম সাহায্য পাননি,শুধু প্রতিশ্রুতি পেয়ে যাচ্ছেন।তাই অভাব অনটন নিয়ে এখনো চলছে তাদের সংসার।

এখন কবে সরকার তাদের প্রতিশ্রুতি পূরণ করে,সেই দিকে তাকিয়ে রয়েছে মৃত সঞ্জয়ের পরিবার।

 

আরো পড়ুন:Sourav Ganguly: বিশ্ব চ্যাম্পিয়নশিপে ধারাভাষ্যে ফিরতে পারেন সৌরভ, চূড়ান্ত সিদ্ধান্ত আইপিএলের পর