ফের চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গেলো যাত্রী!আর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়ায় জেলা পুরুলিয়ায় (Purulia)।
পুলিশ সূত্রে খবর, আহত ব্যক্তির নাম মোঃ সাজিদ।এদিন ১০ টা ১৬ নাগাদ ওই যাত্রী চলমান ট্রেনে ওঠার চেষ্টা করে।তখনই তিনি ভারসাম্যহীন হয়ে গেট থেকে বাইরে পিছলে পড়ে যান।তখনই বিষয়টি চোখে পরে কর্তব্যরত স্টাফ এবং অফিসারদের।তারা ট্রেন থামানোর জন্য বলতে থাকেন।তবে ট্রেন থামতে থামতে এই ভাবে চলমান ট্রেনের সাথে ৫০ মিটার চলেও যায় সে।এরপরই আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়।বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
উল্লেখ্য,গত মঙ্গলবারই একই ঘটনা ঘটেছিল পুরুলিয়া স্টেশনে।অবশ্য ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে আর পি এফ কনস্টেবল তার প্রাণ বাঁচিয়েছিল।
চলন্ত ট্রেন থেকে ওঠা বা নামার ব্যাপারে সতর্ক থাকার জন্য জন সচেতনামূলক প্রচার করে যাচ্ছে ভারতীয় রেল।প্ল্যাটফর্মে ট্রেন এলে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়। লাইন পারাপার করতে নিষেধ করেন রেল কর্তৃপক্ষ। কিন্তু রেলযাত্রীরা অনেক সময়ই এই সাবধানবাণীকে গুরুত্ব দেন না। সেই প্রমাণ বারবার পাওয়া যাচ্ছে পুরুলিয়া স্টেশনে।
আরো পড়ুন:Alia Bhatt: মেয়ের মুখ কবে প্রকাশ্যে আনছেন আলিয়া?