ফের মালদা (Malda) জেলার গাজোলে পঞ্চায়েত নির্বাচনের আগেই বড়সড় ভাঙ্গন দেখা দিল তৃণমূল কংগ্রেসে। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ মালদা জেলার গাজোল বিধানসভার পান্ডুয়া অঞ্চলের আদিনা পূর্ব বুথ ও গাজোল বিধানসভার রানীগঞ্জ ১ অঞ্চলের আলমাস পুর বুথের ৪০টিরও বেশি পরিবার বাংলার ভবিষ্যৎকে সুরক্ষিত করার অঙ্গীকার নিয়ে বিজেপিতে যোগদান করলো।

জানা গিয়েছে, এদিন গাজোল বিধানসভার পান্ডুয়া অঞ্চলের আদিনা পূর্ব বুথের ২৬টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। বিধায়ক চিন্ময় দেব বর্মন, সাধারণ সম্পাদক কৃষ্ণ বর্মন ও যুব মোর্চা সভাপতি উত্তম সাহা’র নেতৃত্বে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, গাজোল বিধানসভার রানিগঞ্জ ১ অঞ্চলের আলমাসপুর বুথের ২০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপির যোগ কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং ওই কর্মসূচিতেও উপস্থিত ছিলেন চিন্ময় দেব বর্মন, সাধারণ সম্পাদক কৃষ্ণ বর্মন ও অঞ্চল কনভেনার জয়দেব সরকার-সহ বিজেপির বিভিন্ন কর্মী সমর্থকরা।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের আগে লাগাতার দল পরিবর্তন যে শাসক ও বিরোধী উভয় দলেই প্রভাব ফেলবে, তা বলাই যায়।

 

আরো পড়ুন:Malda:সালিশি সভাতে ধারাল অস্ত্রের কোপ!মৃত ২