পানীয় জলের সমস্যাতে বেশি করে জর্জরিত গ্রাম গুলি।আর এই সমস্যা থেকে রেহাই পায়নি শিল্প সমৃদ্ধিতে পরিপূর্ন জেলা পুরুলিয়া (Purulia)।

পুরুলিয়া জেলার ঝালদা ২ ব্লকের গোঠরি গ্ৰামের বাসিন্দারা জানান,-আমরা বহু বছর ধরে নদীর জলেই ব্যবহার করে আসছি।মহিলারা প্রতিদিন সকাল,বিকাল নদীর বালির গর্ত করে বার করেন জল।সেই জল ঘরে গিয়ে রান্নার কাজে এবং পানীয় জলের কাজে ব্যবহার করেন।

গ্রামবাসীদের অভিযোগ,গ্ৰামে বসেনি একটাও নলকূল।ঢুকেনি টাইম কলের পাইপ লাইন।

স্থানীয় এক বাসিন্দা জানান,-গ্ৰামের মেম্বার ও স্থানীয় প্রধান কে অনেক বার বলেছি আমরা কিন্তুু এখনো পর্যন্ত কোনো জলের ব্যবস্থা করে দেয়নি। বর্ষার সময় খাবার জলের খুব সমস্যা হয় নদীর কাদা জলেই তখন কাপড় দিয়ে ছেকে রান্না ও পান করার ক্ষেত্রে ব্যবহার করতে হয়।

এখন প্রশ্ন একটাই গ্রামে জলের সমস্যা দূর করতে মুখ্যমন্ত্রী যেখানে জল স্বপ্ন প্রকল্প চালু করেছেন। সেখানে কেন গ্রামে এত পানীয় জলের সমস্যা?কেন নীরব প্রশাসন?প্রশাসন কি সত্যি জানেন না,গ্ৰামে একটাও নলকূল নেই?নাকি,সব জেনে না জানার ভান করছেন?

 

আরো পড়ুন:TMC : নদিয়ায় তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে সিবিআই