বুধবার পুরুলিয়া (Purulia) জেলায় একটি ফিস অর্থাৎ মৎস্যজীবীদের একত্রিত করতে একটি সম্মেলন করা হয়। সরকারি সুযোগ-সুবিধা থেকে সর্বদাই বঞ্চিত হয় তারা এবার তার থেকে শিক্ষা নিয়ে এদিন এই সম্মেলনের আয়োজন করে পুরুলিয়া জেলার মৎস্যজীবীরা।

মূলত,সম্মেলনের মাধ্যমে তারা দাবি তোলেন,পুরুলিয়া মিউনিসিপ্যালিটিতে কোনো মৎস্যজীবী,কোনো প্রোপার্টি,কোনো গ্রুপ,কোনো সংগঠন নেই।ফলে সরকারি সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা।কারণ সরকার কোনো ব্যক্তিকে সরকারি সুযোগ সুবিধা দেই না, বলে গ্রুপ করতে।আর তার জন্য আজকে তাদের এই সম্মেলন।যেখানে এক ছত্রে আবদ্ধ হলো সবাই।

এখন পুরুলিয়া জেলার মৎস্যজীবীদের এক ছত্রে আবদ্ধ হওয়ার পরও, সরকারের সব রকম সুযোগ-সুবিধা তারা পায় নাকি,মূলত এখন সেটাই দেখার!

 

আরো পড়ুন:Keshpur:পরীক্ষার হলে ছাত্রদেরকে টুকলি করতে সাহায্য শিক্ষকদের!সেই ছবি তুলতে চাইলে সাংবাদিককে প্রাণনাশের হুমকি শিক্ষকদের