বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার রবিবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন মুঘলাই চিকেন কারি।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ

এক কেজি মুরগির মাংস

বেরেস্তা

আদা ও রসুন বাটা

এক চা চামচ লেবুর রস

আধ কাপ টক দ‌ই

আধ চা চামচ হলুদ গুঁড়ো

ধনে গুঁড়ো

শাহী জিরা

দারুচিনি ও ছোটো এলাচ

১টা তেজপাতা

গোটা গোলমরিচ

কাঁচা লঙ্কা

কয়েকটা কাজুবাদাম ও আমন্ড

ফ্রেশ ক্রিম

পরিমাণমতো তেল

স্বাদমতো নুন

ধনে পাতা কুচি

তৈরির পদ্ধতি

১) মুরগি মাংস ভালো করে ধুয়ে নিন। তারপর তাতে নুন, লেবুর রস, টক দ‌ই, আদা বাটা, রসুন বাটা এবং হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে আধ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন।

২) কড়াইতে তেল গরম করে শাহী জিরা, ছোটো এলাচ, দারুচিনি, তেজপাতা এবং গোটা গোলমরিচ ফোড়ন দিন।

৩) ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে ১০-১৫ মিনিট মতো কষান।

৪) এবার জিরে গুঁড়ো, ‌লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিন। আরও ৫-৭ মিনিট মতো কষিয়ে নিন।

৫) কাজু এবং আমন্ড একসঙ্গে পেস্ট করে কড়াইতে ঢেলে দিন। সবকটি উপকরণ ভালো করে কষান।

৬) কিছুক্ষণ কষানোর পরে বেরেস্তা ছড়িয়ে দিন। আরও একটু কষিয়ে দেড় কাপ মতো গরম জল দিয়ে দিন।

৭) গ্রেভি ফুটে উঠলে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিন ১০ মিনিটের জন্য।

৮) ১০ মিনিট পর ঢাকনা খুলে ফ্রেশ ক্রিম, বাকি বেরেস্তা এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিনিট পাঁচেক মতো রান্না করে ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিন। গ্যাস বন্ধ করুন।

১০) বেশ কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে গরম গরম পরিবেশন করুন মোগলাই মুরগি।

আরো পড়ুন: বাড়িতে বানিয়ে নিন পটলের মালাইকারি

Image source-Boldsky

By Torsha