মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল কলকাতার মেডিকা হাসপাতাল (Medica Hospital)।সেই ঘটনার একদিনের মধ্যে অর্থাৎ বুধবারই হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম ব্যানার্জি (Ashim Banerjee)।এদিন তার সঙ্গে ছিলেন ডব্লিউবিসিইআরসি সচিব আরশাদ হাসান ওয়ার্সি (Arshad Hasan Warsi)।হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি এদিন তারা হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।এবং হাসপাতালের অভ্যন্তরীণ অডিট এবং ফায়ার অডিটও চান।

এরপর সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে এদিন বিচারপতি ব্যানার্জি বলেন,-আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে আমাদের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলেছি।আমরা নিয়মিত ফায়ার অডিট করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেছি।তারা দাবি করেছে যে তারা ফায়ার লাইসেন্স নিয়েছে এবং ফায়ার অডিট করেছে।তারা কিছু কাগজপত্র দেখিয়েছে।আমরা তাদের বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছি।

উল্লেখ্য,মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটেছিল।হাসপাতালের জরুরি বিভাগের কাছে স্টোর রুমে আগুন লেগেছিল।খবর পেয়ে ঘটনাস্থলে এদিন পৌঁছেছিল দমকলের তিনটি ইঞ্জিন।আগুন নেভাতে তারা সক্ষম হয়েছিল।তবে এদিন আগুন নেভাতে গিয়ে জখম হয়েছিল একাধিক দমকল কর্মী।এদিকে এই ঘটনার পর হাসপাতালের রোগীরা আতঙ্কিত হয়ে পড়েছিল।সেই ঘটনার একদিন পরই গুরুত্বপূর্ন পদক্ষেপ নেই স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায়।

 

আরো পড়ুন:Mamata Banerjee:আজ মেঘালয়ে মেগা প্রচারে মমতা-অভিষেক!