সপ্তাহের প্রথম দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেষ্টপুর খাল নিয়ে আর কি কি সমস্যা আছে,তা তদারকি করতে যান সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmick)।স্থানীয় মানুষদের সমস্যার কথা শোনেন মন্ত্রী।পাশাপাশি সমস্যার সমাধানের আশ্বাসও দেন।
মূলত,কেষ্টপুর খাল সংস্কার না হওয়ায় বৃষ্টি হলেই জল যন্ত্রণায় ভুগতে হতো কেষ্টপুরবাসীকে।সেই নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই জারি ছিল সাধারণ মানুষের মধ্যে।রাজ্য সরকার অবশ্য আশ্বস্ত করেছিলেন খাল সংস্কার হবে বলে।অবশেষে সেই কথা পূর্ণ হতে চলেছে।তবে এই কেষ্টপুর খালের ধারে রয়েছে বেআইনি জবরদখলের সমস্যা।আবার অন্যদিকে সরকারি প্রকল্পে নানান সামগ্রী চুরি হওয়ার অভিযোগ রয়েছে।
পাশাপাশি সল্টলেক এবং দক্ষিণ দমদমের একটা বিরাট অংশের নিকাশি ব্যবস্থা কেষ্টপুর খালের উপর নির্ভরশীল।তাই এবার এই খালের সমস্যা সমাধানে এগিয়ে এলেন এদিন সেচমন্ত্রী পার্থ ভৌমিক।দেখা যায় এদিন সেচমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী সুজিত বসু,বিধাননগর পৌর নিগমের মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী সহ স্থানীয় পৌরপ্রতিনিধিরা।
আরো পড়ুন:Mamata Banerjee:২১ শে ডিসেম্বর নবান্নে জরুরী বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী