ফের একবার প্রকাশ্যে এলো বিজেপির দ্বন্ধ।শিরোনামে সেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।প্রকাশ্যে আবারও বিরোধী দলনেতাকে কটাক্ষ করতে দেখা গেলো দিলীপ বাবুকে।আসলে এবার আসানসোলের ঘটনা নিয়েও দিলীপ-শুভেন্দু দূরত্ব আরও প্রকট হল।

বুধবার আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কম্বল বিতরণ অনুষ্ঠানে হুড়োহুড়ি পড়ে যায়।তাতে পদপিষ্ট হয়ে মারা যান তিনজন।মর্মান্তিক সেই ঘটনায় শোকপ্রকাশ করেন বৃহস্পতিবার বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।বলেন,’আরও প্রস্তুতির প্রয়োজন ছিল।’

শোকপ্রকাশ করার পাশাপাশি রাজ্য পুলিশের উপরও একরাশ ক্ষোভ উগরে দিয়ে দিলীপ ঘোষ বলেন,”পুলিশের উপর ভরসা করে এই ধরনের অনুষ্ঠান করা ঠিক না। আরও প্রস্তুতি প্রযোজন ছিল।”

এরপরই সাংবাদিকদের সামনে নাম না করেই শুভেন্দু অধিকারীকে খোঁচা মেরে বিজেপি নেতা বলেন,”দান খয়রাতি মানবতার অপমান।গরিবদের সাহায্য করার আরও অনেক উপায় আছে।এই ঘটনাকে সমর্থন করি না।দায় বিরোধী দলনেতারও।শুধু পুলিশের উপর ভরসা রাখা ঠিক নয়।আরও প্রস্তুতি দরকার ছিল।’একইসঙ্গে এই কর্মসূচি তিনি সমর্থন করেন না বলেও সাফ জানিয়ে দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

এর আগে শুভেন্দু বিবৃতি প্রকাশ করে বলেছিলেন,’আমি এই ঘটনার জন‌্য কাউকে দোষারোপ করছি না।তবে আমি চলে আসতেই পুলিশ নিরাপত্তার বন্দোবস্ত তুলে নেওয়ায় ওই বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।’

আর শুভেন্দু এবং দিলীপের ভিন্ন মত নিয়ে স্বাভাবিকভাবেই এখন থেকেই কানাঘুষো শুরু হয়েছে।দিলীপের মন্তব্যকে হাতিয়ার করেই রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন,বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্ব আরও একবার প্রকট হল।

 

আরো পড়ুন:Paschim Midnapore : আবাস যোজনায় দুর্নীতির চিত্র, তল্লাশিতে প্রশাসনের আধিকারিকরা