মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নেট প্র্যাকটিস চলাকালীন মাথায় আঘাত পাওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে পাকিস্তানের ব্যাটসম্যান শান মাসুদকে।

গত পরশু ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।এমন সময় এটি পাকিস্তানের জন্য একটি বড় দুঃসংবাদ।নেট সেশনে ব্যাটিং অনুশীলন করছিলেন মাসুদ।এমন সময় অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের করা একটি শট গিয়ে লাগে শান মাসুদের মাথার।

বলের আঘাতে মাটিতে শুয়ে পড়েন মাসুদ। নেটের পাশেই ৫-৭ মিনিট শুয়ে থাকতে দেখা যায় তাকে ।তথা রীতি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শান মাসুদ কে।

33 বছর বয়সী পাকিস্তানের হয়ে বারোটি টি-টোয়েন্টি খেলেছেন, দুটি অর্ধশতক সহ 125.00 স্ট্রাইক রেটে 220 রান করেছেন।গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি অভিষেকের পর থেকে শান মাসুদ ৩ নম্বরে ব্যাট করেছেন।

এখন দেখার বিষয় তিনি পরবর্তী ম্যাচ গুলি খেলতে পারবেন কিনা ।তবে মনে করা হচ্ছে মাসুদ যদি খেলতে না পারেন, সে ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে দেখা যেতে পারে ফখর জমানকে।