চারদিনের সফরে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বিজয়া সম্মিলনীতে যোগ দেন তিনি।আর সেইদিনই তৃণমূল নেত্রী থেকে জননেত্রী হয়ে ওঠা এবং সর্বোপরি বাংলায় তাঁর ক্ষমতাদখলের নেপথ্য কারণ হিসেবে সিঙ্গুর আন্দোলনের কথা উঠে আসে।সেই সিঙ্গুর পর্ব নিয়েই এ বার মুখ খুলে শোরগোল ফেলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তিনি নন, টাটাকে তাড়িয়েছে সিপিএমই।তিনি বলেন,তিনি শুধু জোর করে জমি দখলে বাধা দেন।
প্রসঙ্গত,এক দশকেরও বেশি সময় অতিক্রান্ত। বাংলা থেকে বিদায় নিয়েছে টাটা।তবে এতদিন পেরিয়ে আসার পরও বঙ্গ রাজনীতিতে রয়ে গিয়েছে সিঙ্গুরে টাটার প্রোজেক্ট।বুধবার শিলিগুড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই ন্যানো কারখানার প্রসঙ্গ।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে। আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, টাটা চাকরি দিচ্ছে। টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। আপনারা লোকের জমি জোর করে দখল করতে গিয়েছিলেন। আমরা জমি ফেরত দিয়েছি। জায়গার তো অভাব নেই। আমি জোর করে কেন জমি নেব? আমরা এত প্রোজেক্ট করেছি, কই জোর করে তো জমি আমরা নিইনি। আমি পরিষ্কার করে বলি, আমাদের এখানে যত শিল্পপতি রয়েছেন, কারও মধ্যে ভেদজ্ঞান করি না। আমরা প্রত্যেককে চাই। তাঁরা বাংলায় বিনিয়োগ করুক। বিনিয়োগ করে এখানে দরকার হলে অনেক কর্মসংস্থান তৈরি করুক।”
এদিকে আবার এরপরই বিরোধীদের কাছে তীব্র কটাক্ষের মুখোমুখি হতে হলো মুখ্যমন্ত্রীকে।সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘উনি মিথ্যা ডিলিট। ভাগ্যিস বলেননি, টাটাকে সিঙ্গুর থেকে তাড়ানোর জন্য বুদ্ধদেব ভট্টাচার্য ধরনায় বসেছিলেন। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বন্ধ করে দিয়েছিলেন। বুদ্ধবাবু ও বামফ্রন্ট মিলে ভাঙচুর করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন। বাংলার ভবিষ্যত্ নষ্ট করেছেন। মুখ্যমন্ত্রীর মুখে এত মিথ্যা মানায় না। ওনার পথ আটকে আন্দোলনের জন্যই টাটা বলেছিলেন, আমার মাথায় বন্দুক ঠেকালে আমি কী করতে পারি? এটা ওনার জানা নেই?’
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথায়, ‘ইউনেস্কোকে তালিকা করতে দিলে ওঁরা দেশের সেরা মিথ্যাবাদী বলবেন বাংলার মুখ্যন্ত্রীকে। দিদির জন্যই টাটারা সিঙ্গুর ছেড়ে সানন্দে চলে গেল। বাংলা থেকে একে একে সব শিল্পপতিদের উত্খাতের ডাক দিয়েছেন। আজ হাতে পায়ে ধরে বিনিয়োগের কথা বলছেন। মানুষ সব বোঝে।’
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দাবি, ‘কালীপুজোর আগে বড় মিথ্যাকথা বললেন মুখ্যমন্ত্রী। তৃণমূল জমি আন্দলনের জন্য শিল্প বিরোধী, শিল্পপতিদের অপমান করেছেন। এখ অন্য কথা বলছেন মুখ্যমন্ত্রী।’
আরো পড়ুন:TMC : ভাটপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি