মঙ্গলবার ইজিপ্টের কায়রোতে আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে (ISSF World Championship)আবার সাফল্য এনে দিল ভারতের মহিলা দল।প্রতিযোগিতায় এটি ভারতের ষষ্ঠ স্বর্ণপদক।
এশা সিং, শিখা নারওয়াল এবং বর্ষা সিং এর দল জুনিয়র মহিলাদের বিভাগে ১০ মিটার এয়ার পিস্তলে স্বর্ণপদক জিতেছে , সোনার পদক লড়াইয়ে চীনকে 16-6 হারিয়েছে। (ISSF World Championship)।
চীনের পরে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।বাছাইপর্বের দুই ধাপ পেরিয়ে সোমবার শিরোপা রাউন্ডে উঠেছিল ভারতীয় মহিলা দল।মোট ১৫টি পদক পেয়েছে তারা। এর মধ্যে রয়েছে ৬টি সোনা, ৩টি রূপো এবং ৬টি ব্রোঞ্জ পদক। ১৭টি সোনা সহ ৩২টি পদক পেয়ে এই তালিকায় শীর্ষে আছে চীন।
এদিকে পুরুষদের ২৫ মিটার এবং স্ট্যান্ডার্ড পিস্তল বিভাগে ভারতীয় উদয়বীর সিধু স্বর্ণ জিতেছে।মিশরের কায়রোতে ১২ অক্টোবর থেকে চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে এবং 25 অক্টোবর পর্যন্ত চলবে।