রবিবার সন্ধ্যায় খেলা ছিল মোহনবাগান ও কেরল ব্লাস্টার্স এর।প্রথম ম্যাচে জিততে না পারলেও দ্বিতীয় ম্যাচে এটিকে মোহনবাগান রবিবার জওহরলাল নেহরু স্টেডিয়ামের কেরালা ব্লাস্টার্সের হারিয়ে প্রতিপক্ষের ঘরের মাঠে জয় লাভ করে । পিছিয়ে থেকেও কেরলকে ৫-২ ব্যবধানে হারাল বাগান বাহিনী।

গ্যালারিতে উপস্থিত ছিল প্রায় হাজার ৩৪ মানুষের।একেই এগারো জন দুর্ধর্ষ ফুটবলারের মুখোমুখি হওয়া, তার ওপর গ্যালারিতে ছিল কয়েক হাজার সমর্থকের উল্লাস ও চিৎকার।(KBFC vs ATKMB)

ম্যাচ শুরু হওয়ার আগে সবুজ মেরুন কোচ জানান জুয়ান ফেরান্দো জানান, ‘কোচিতে যে পরিবেশ পাওয়া যাবে সেটা ভারতীয় ফুটবলের পক্ষে খুবই ভাল। কিন্তু আমরা সে সব মাথায় রাখব না। কেরলে এসেছি তিন পয়েন্ট নিয়ে ফিরব।

প্রথমের ৬ মিনিটে ইভানের গোলে পিছিয়ে পরে ছিল এটিকে মোহনবাগান।দ্বিতীয়ার্ধেও একই রকমভাবে লাগাতার আক্রমণ করার পথেই হাঁটে মোহনবাগান। ৬২ মিনিটে ফের গোল করেন পেত্রাতোস।

 

রাহুল কেপি কেরলের হয়ে ৮১ মিনিটে গোল করে ব্যবধান কমান। তারপর লেনি রদ্রিগেজ ৮৮ মিনিটে গোল করে চাপে ফেলে দেয় কেরলকে। শেষ গোলটা পেট্রাস করে দাপুটে জয় সবুজ মেরুনের।