জন্মদিনে নরেন্দ্র মোদীকে (Narendra Modi) শুভেচ্ছা জানিয়ে সুইসাইড নোট লিখে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন মহারাষ্ট্রের পুণের এক কৃষক (Committed Suicide)।পুলিশ জানিয়েছে মৃতের নাম দশরথ লক্ষ্মণ কেদারি।বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি হলেন পুণের জুন্নার তালুকের ওয়াদগাঁও আনন্দ গ্রামের দশরথ লক্ষ্মণ কেদারি। তিনি বাড়ি লাগোয়া পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ সূত্রে আরো খবর, কেদারির লেখা সুইসাইড নোটের ছত্রে ছত্রে আছে কৃষকের দুর্দশার কাহিনি। আর এই পরিস্থিতির জন্য তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকার এবং আলাদা করে প্রধানমন্ত্রী মোদীকে দায়ী করে গিয়েছেন। তাতে আছে ফসলের ন্যূনতম দাম না পাওয়া এবং ঋণদানকারী সংস্থার এজেন্টদের হাতে হয়রানির অভিযোগ।করোনাভাইরাস মহামারী এবং অতিবৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়া কৃষকদের দুরবস্থার কথা উল্লেখ করে গিয়েছেন ওই কৃষক। অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী মোদী এসব দেখেও নিষ্ক্রিয়।

ঠিক কী লেখা হয়েছিল কেদারির সুইসাইড নোটে?জানা যায় সুইসাইড নোটে কেদারি লিখেছেন, ‘আমাদের কাছে টাকা নেই। আবার মহাজনরাও অপেক্ষা করতে প্রস্তুত নয়। আমাদের কী করা উচিত্‍? পেঁয়াজ বাজারে নিয়ে যাওয়ার সামর্থ্য আমাদের নেই। আপনি শুধু নিজের কথা ভাবছেন, মোদী সাহেব। আপনাকে অবশ্যই ফসলের ন্যূনতম দাম নিশ্চিত করতে হবে।ঋণদানকারী সংস্থার অর্থের লোকেরা আমাদের হুমকি দেয়। সমবায় সংস্থার কর্মকর্তারা গালিগালাজ করে। সুবিচার পেতে কার কাছে যাব?.তোমার নিষ্ক্রিয়তায় আজ আমি আত্মহত্যা করতে বাধ্য হচ্ছি। অনুগ্রহ করে আমাদের ফসলের দাম দিন, যা আমাদের অধিকার।’

 

আরো পড়ুন:Narendra Modi: আগামীকাল ইন্ডিয়া গেটে স্থাপিত নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রানাইট মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করবেন মোদি