স্কুল সার্ভিস কমিশন নিয়ে কটাক্ষ (Dilip Ghosh) দিলীপের। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবেন না। মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

এসএসসি এবং প্রাইমারিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন দিলীপ ঘোষ। পাশাপাশি, কয়লাপাচার নিয়েও রাজ্যের শাসকদলকে আক্রমণ করলেন তিনি।

স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়েও একাধিক প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ।

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তেহট্টের বিধায়ক তাপস সাহাকে তলব করেছে পুলিশ। যা নিয়ে বলতে গিয়ে এসএসসি দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন দিলীপ ঘোষ।

তিনি প্রশ্ন তোলেন, ”কীভাবে নিজের লেটার হেডে একজনের চাকরির সুপারিশ করা হয়? যাঁদের নাম সুপারিশ করা হয়েছে, তাঁরা কি পরীক্ষায় দিয়েছিলেন? আর দিলেও, তিনি কেমন ফল করেছিলেন?

এই সব বিষয় খতিয়ে দেখতে হবে। যাদেরকে চাকরি দেওয়া হয়েছে, তাঁর সঙ্গে বিধায়কদের দেওয়া সুপারিশ পত্রে থাকা নামের তুলনা করতে হবে।

তাঁরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, না টাকা দিয়ে সব প্রকাশ করতে হবে।” তাঁর আরও অভিযোগ, এই নিয়োগ দুর্নীতিতে আরও অনেকে

জড়িত রয়েছে। সবার নাম সামনে আসবে কেউ ছাড় পাবেন না। সবার ডাক আসবে।

দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘এটা নতুন নয়, আরও অনেকে ডাক পাবে। যে চাকরিগুলি হল, সেগুলি লেটারহেডে রেকমেন্ড করা।

যিনি রেকমেন্ড করলেন, কিসের ভিত্তিতে করলেন? এরা কি পরীক্ষা দিয়েছে? কিরকম ফল করেছে? গরমিল প্রচুর। যাদের হাত ধরে এই গরমিল, তারাই একে একে ডাক পাচ্ছেন।’