পাকিস্তান (Pakistan) ক্রিকেট শিবিরে করোনার হানা। শ্রীলঙ্কায় পৌঁছেই নিভৃতবাসে বাবর আজমদের ম্যাসিয়োর (যিনি মালিশ করেন) মালাং আলি। পাকিস্তান ক্রিকেট দল দু’টি টেস্ট খেলতে শ্রীলঙ্কা গিয়েছে।
মালাং আপাতত পাঁচ দিনের জন্য নিভৃতবাসে থাকবেন। দলের বাকিরা সুস্থ আছেন বলেই জানিয়েছে পাকিস্তান (Pakistan) ক্রিকেট বোর্ড। বুধবার ১৮ জন ক্রিকেটার এবং ১৩ জনের সাপোর্ট স্টাফ নিয়ে কলম্বো পৌঁছেছে পাকিস্তান। ২০১৫ সালের পর প্রথম বার শ্রীলঙ্কায় গেল তারা। ১৬ জুলাই থেকে শুরু হবে প্রথম টেস্ট। গলে হবে সেই ম্যাচ। দ্বিতীয় টেস্ট কলম্বোতে। সেই টেস্ট শুরু হবে ২৪ জুলাই থেকে।
আরও পড়ুন: India vs England: লাল বলের পরে এবার সাদা বলে মুখোমুখি হবে রোহিত-বাটলার
শুক্রবার থেকে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলবে। সিরিজের শেষ ম্যাচ সেটি। শ্রীলঙ্কা দলেও একাধিক ক্রিকেটারের করোনা। কিছু দিন আগে অ্যাঞ্জেলো ম্যাথুজের করোনা হয়েছিল। তিনি সুস্থ হয়ে উঠেছেন। দ্বিতীয় টেস্টে তিনি খেলতেও পারেন বলে খবর।