বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার তোপ দাগলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।শুক্রবার দিন বিস্ফোরক হয়ে স্পিকার বলেন, বিরোধীদের যদি বিধানসভার কর্মীদের নিয়ে অসন্তোষ থাকে তাহলে তাঁরা তাঁদের সাহায্য নেওয়া বন্ধ করুন। ওনার সচিবালয়ে তো অনেক কর্মী রয়েছেন। তাহলে তাঁদের সাহায্য নেওয়াও বন্ধ করে দিন।কর্মী নিয়োগে দুর্নীতির যে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা।তার পরিপ্রেক্ষিতেই এমন বার্তা দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
মূলত, দুর্নীতির অভিযোগ তুলে সম্প্রতি আরটিআই করেছেন গেরুয়া শিবিরের বিধায়ক অম্বিকা রায়।গত দশ বছরে বিধানসভায় কতজনের চাকরি হয়েছে, তথ্য জানার অধিকার আইনে তা জানতে চেয়েছেন তিনি।এ প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) স্পিকার বলেন, বিরোধীদের কর্মীদের নিয়ে অসন্তোষ থেকে থাকলে, তাঁদের সাহায্য নেওয়া বন্ধ করে দিক তাঁরা। স্পিকারের দাবি, বিরোধী দলনেতার সুপারিশেও নিয়োগ হয়েছে বিধানসভায়।
শুক্রবার দিন স্পিকার বলেন, বিজেপি যা অভিযোগ করছে, তাতে বিধানসভার মর্যাদাহানি হচ্ছে। বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এই ধরনের ঘটনা এর আগে ঘটেনি বিধানসভায়। স্পিকার বলেন, বিরোধী দলনেতা সহ বিরোধীদের অভিযোগে বিধানসভার কর্মীরা মর্মাহত। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকারের পাল্টা প্রশ্ন, বিরোধী দলনেতার সুপারিশে যে ৩ জনের নিয়োগ হয়েছে, সেই প্রসঙ্গে কী বলবেন শুভেন্দু?
স্পিকার বলেন, বিধানসভায় যাঁদের চাকরি হয় তাঁদের প্রত্যেকের পুলিশ ভেরিফিকেশন হয়। কোন অভিযোগ থাকলে সেই চাকরি বাতিল হয়। পুলিশ ভেরিফিকেশনে সব ঠিক থাকলে তারপরে হয় মেডিক্যাল টেস্ট। সমস্ত প্রক্রিয়ার পর মেলে চাকরি।