নয়াদিল্লিতে জ্বলল দাবা অলিম্পিয়াডের মশাল। ভারতে প্রথম বার অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ২৮ জুলাই থেকে শুরু হবে এ বারের দাবা অলিম্পিয়াড। তার আগে দাবা অলিম্পিয়াডের মশাল ঘুরবে ভারতের ৭৫টি শহরে। আগামী ৪০ দিন কলকাতা-সহ বিভিন্ন শহরের গ্র্যান্ডমাস্টাররা ঘুরবেন সেই মশাল নিয়ে।

রবিবার নয়াদিল্লিতে আন্তর্জাতিক দাবা সংস্থা ‘ফিডে’-র প্রধান আরকাডি ভরকভিচ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে মশাল তুলে দেন। তিনি আবার সেটা তুলে দেন বিশ্বনাথন আনন্দের (Viswanathan Anand) হাতে। লেহ, শ্রীনগর, জয়পুর, সুরাট, মুম্বই, ভোপাল, পটনা, কলকাতা, গ্যাংটক, হায়দরাবাদ, বেঙ্গালুরু, থ্রিশুর, পোর্ট ব্লেয়ার, কন্যাকুমারীর মতো নানা শহরে পৌঁছে যাবে এই মশাল।

আরও পড়ুন: Dibyendu Barua: বাংলা দাবা সংস্থার সভাপতি হলেন দিব্যেন্দু বড়ুয়া

সুত্রের খবর, ওই অনুস্ঠানে মোদী বলেন, “ভারতে কুস্তি, কবাডি খেলা হয় শরীর সুস্থ রাখার জন্য। আর আমাদের পূর্বপুরুষরা বিশ্লেষণের দক্ষতা বাড়ানোর জন্য আবিষ্কার করেছিলেন দাবা। সারা বিশ্বে সেই খেলা ছড়িয়ে পড়েছে। বর্তমানে শিক্ষার একটি অস্ত্র দাবা। দাবাড়ুরা হয়ে উঠছেন যে কোনও সমস্যার সমাধানকারী।” (Viswanathan Anand)