ভারতে হবে ছোটদের বিশ্বকাপ (U17 World Cup)। কিন্তু যুবভারতী পেল না একটিও ম্যাচ। এই বছর মহিলাদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের বিস্তারিত সূচি জানিয়ে দিল ফিফা। খেলাগুলি হবে ভারতের তিনটি শহরে। ভুবনেশ্বর, গোয়া এবং নবি মুম্বাই বিশ্বকাপের ম্যাচ হবে।

প্রতিযোগিতা শুরু হবে ১১-ই অক্টোবর। ফাইনাল ৩০-শে অক্টোবর। ১৬টি দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। ম্যাচগুলি হবে ভারতীয় সময় বিকাল সাড়ে চারটে এবং রাত আটটায়। ২৬ অক্টোবর দু’টি সেমিফাইনালের প্রথমটি হবে সাড়ে চারটের সময়। দ্বিতীয় সেমিফাইনাল হবে রাত আটটায়। (U17 World Cup)

আরও পড়ুন: Rishabh Pant: খোদ বাভুমার প্রশংসা পেলেন ঋষভ পন্থ

৩০ অক্টোবর বিকাল সাড়ে চারটেয় তৃতীয় স্থান নির্ণয়ের ম্যাচ। সে দিনই রাত আটটায় হবে ফাইনাল। দু’টি কোয়ার্টার ফাইনাল এবং দু’টি সেমিফাইনাল ম্যাচ হবে গোয়ার জওহরলাল স্টেডিয়ামে। বাকি দু’টি কোয়ার্টার ফাইনাল, তৃতীয় স্থানের ম্যাচ এবং ফাইনাল হবে নবি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে।