আজ বিশ্ব পরিবেশ দিবস। “একটি গাছ, একটি প্রাণ ও গাছ লাগান, প্রাণ বাঁচান” — এই উক্তিকে সামনে রেখেই আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পৃথিবীর ক্রম-বর্ধমান গ্লোবাল ওয়ার্মিং এর কথা মাথায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হলো মহামেডান স্পোর্টিং ক্লাব মেদিনীপুর এর ভবিষ্যৎ প্রজন্ম তথা ক্লাবের অনূর্ধ্ব ১৩ দলের ক্ষুদে ফুটবলাররা।
আজ সকালে অনুশীলন শেষে ক্লাবের সিনিয়র দলের সহ অধিনায়ক সেক আরমান এর নেতৃত্বে মুকিদ-ফারদিন-সারাফাত-আজমল-আকিব-সাহির রা ক্লাবের অনুশীলন মাঠের বিভিন্ন স্থানে বেশ কিছু বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশ সচতনতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো।
এই মহৎ উদ্যোগ এর জন্য মহামেডান স্পোর্টিং ক্লাব মেদিনীপুর এর পক্ষ থেকে ক্লাবের সিনিয়র দলের সহ-অধিনায়ক সেক আরমান সহ সকল ক্ষুদে ফুটবলারদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আরও পড়ুন : Midnapore : অভিনব উদ্যোগ মহামেডান স্পোর্টিং ক্লাব মেদিনীপুরের