খুব তাড়াতাড়ি পশ্চিম মেদিনীপুর জেলা বিধায়ক বনাম জেলা সভাপতি দ্বন্দ্ব মিটতে পারে এমনটাই আশাবাদী পশ্চিম মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের (TMC) চেয়ারম্যান অজিত মাইতি। প্রসঙ্গত বলা যায় বেশ কিছুদিন আগে জেলা সফরে এসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। তিনি এসে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, একসাথে কাজ করতে হবে। কিন্ত নেত্রী চলে যাওয়ার পরও এই সমস্যার সমাধান কিন্তু হয়নি তা স্পষ্ট দেখা যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে।
মেদিনীপুর বিধানসভার বিধায়িকা নির্দেশে শহরে প্রতিটা ওয়ার্ডে রক্তদান শিবির শুরু হয়েছে। কিন্তু পরিবর্তন হয়নি পুরনো ছবির। রক্তদান শিবির অনুষ্ঠানে বিধায়কের টিম যেখানে উপস্থিত থাকছেন সেখানে দেখা যাচ্ছে না জেলা সভাপতি ঘনিষ্ঠ কাউকে। তবে এ বিষয়ে সমস্যার কথা স্বীকার করে নিলেন জেলা চেয়ারম্যান অজিত মাইতি।
তার বক্তব্য, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। সবাই মানসিকভাবে প্রস্তুত তার জন্য সুপ্রিমো চলে যাওয়ার পর সবাইকে নিয়ে বসা হয়েছিল। এ ব্যাপারে সবাই মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছে। এর পাশাপাশি অজিতবাবু বলেন কিছু সমস্যা রয়েছে তবে এটা চলতে পারে না। আমরা সবাই তৃণমূল সংগঠনের কথা ভেবে সবার অভিযোগ শুনে খুব তাড়াতাড়ি মিটে যেতে পারে এই সমস্যা।
আরও পড়ুন : Mamata Banerjee:’শিল্প এবং কৃষি একসঙ্গে এগিয়ে চলবে’ সিঙ্গুরে জানালেন মুখ্যমন্ত্রী