মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেটার অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) এখনও পর্যন্ত মাঠে নামার একটি সুযোগও পাননি। এই অবস্থায় অর্জুন তাঁর বাবা কিংবদন্তি সচিন তেন্ডুলকরের থেকে পেলেন মূল্যবান পরামর্শ। সচিন তাঁর পুত্রকে জানিয়েছেন, ক্রিকেটে সাফল্য পাওয়ার রাস্তা বেশ কঠিন হবে। যার জন্য করতে হবে কঠোর পরিশ্রম।
সুত্রের খবর, মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যুক্ত রয়েছেন সচিন। কিন্তু ছেলেকে তিনি আগেই জানিয়ে দিয়েছেন, দল নির্বাচনে কোনও হস্তক্ষেপ বরদাস্ত করবেন না। বাঁ হাতি পেসার ও ব্যাটার অর্জুনকে (Arjun Tendulkar) দলে নেওয়ার পরে মুম্বাই ইন্ডিয়ান্স গত দু’মরসুমে একটাও ম্যাচ খেলায়নি। আর এই নিয়ে গণমাধ্যমে মুম্বাই ইন্ডিয়ান্সের অনেক সমর্থক প্রশ্নও তোলেন।
আরও পড়ুন: Subhman Gill: কলকাতার ভালোবাসা ভুলতে পারেননি গিল
সচিন বলেন, ‘‘আমি কী ভাবছি বা দেখছি, সেটা এখন গুরুত্বপূর্ণ নয়। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের মরসুম শেষ হয়ে গিয়েছে। অর্জুনকে (Arjun Tendulkar) আমি সব সময় বলি, ক্রিকেটে সাফল্যের জন্য এগিয়ে যাওয়ার রাস্তা কঠিন। তুমি ক্রিকেট খেলা শুরু করেছিলে খেলাটাকে ভালবাসো বলে। সেটাই করে যাও। নেটে কঠোর পরিশ্রম করো। তা হলেই ফল পাবে।’’