শিলিগুড়ি পুরসভার মেয়র হিসেবে গৌতম দেবের (Goutam Deb) নাম ঘোষণা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মেয়রকে বার্তা দিলেন, ‘শিলিগুড়ি যেন কলকাতার মতো ঝকঝকে হয়। ট্রাফিক ব্যবস্থার এমন উন্নয়ন হোক যেন
রাস্তায় গাড়ি দাঁড়িয়ে না থাকে। মানুষের উপর করের বোঝা যেন না বাড়ে’।
পুরভোটে তৃণমূলের জয়জয়কার। ৪ পুরসভাতেই ধরাশায়ী বিরোধীরা। শিলিগুড়ি পুরনিগমে এবার প্রথম বোর্ড গঠন করল রাজ্যের শাসকদল।
৪৭ আসনের এই পুরনিগমে ৩৭ টিতেই জিতেছেন তৃণমূল প্রার্থীরা। ৫ আসন নিয়ে দ্বিতীয় স্থানে বিজেপি।
আর বামেরা নেমে এল ৩ নম্বর। মাত্র ৪ ওয়ার্ডে জিতেছে তারা। কংগ্রেস ঝুলিতে গিয়েছে একটি আসন।
তৃণমূলনেত্রী নিজেই প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের (Goutam Deb) নাম প্রস্তাব করেন বলে খবর।
যেদিন শিলিগুড়ি পুরনিগমে বিপুল জিতল তৃণমূল, সেদিনই উত্তরবঙ্গ সফরে গেলেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি।
এরপরই নৌকাঘাটে গিয়ে জন্মদিবসে পঞ্চানন বর্মার মূর্তিতে শ্রদ্ধা জানান। জনসভায় তৃণমূলনেত্রী বলেন, ‘আপনাদের
সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। সবাইকে হার্দিক অভিনন্দন। শিলিগুড়ি গুরুত্বপূর্ণ জায়গা।
এখানে অনেক উন্নয়ন করেছি। কলকাতা-শিলিগুড়ি যোগাযোগ অনেক উন্নত হয়েছি।
রাস্তা-ফ্লাইওভার হয়েছে। বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাই’।
তাঁর আরও বক্তব্য, ‘সব সম্প্রদায়কে নিয়ে উন্নয়ন হবে। এখন আমাদের টার্গেট শিল্প’। শিলিগুড়ির মেয়র হিসেবে গৌতম দেবের নামও ঘোষণা করেন মমতা।
রাতে শিলিগুড়ির উত্তরকন্যায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, মঙ্গলবার বেশ কয়েকটি বৈঠকের পর হেলিকপ্টারে কোচবিহারের উদ্দেশ্য রওনা দেবেন তিনি।