গরুপাচার মামলায় এবার উঠে এল চাঞ্চল্যকর তথ্য। তৃণমূল সাংসদ এবং অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবকে (Dev) জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তরফে এই মর্মে একটি নোটিস গিয়েছে দেবের কাছে। ওই নোটিসে আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ দেবকে নিজাম প্যালেসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কলকাতার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।
দেবের (Dev) সঙ্গে গরু পাচার কাণ্ডের কী সম্পর্ক তা অবশ্য এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, গরু পাচার (Cow smuggling) কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত এনামুল হকের বয়ানে উঠেছিল বাংলার শাসকদলের তারকা সাংসদ দেবের নাম। তারপর আরও বেশ কয়েকজন সাক্ষীও তাঁর নাম বলেছেন বলে সিবিআই সূত্রে খবর। সেসব বয়ানের ভিত্তিতেই দেবকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এনামুল বা এই কাণ্ডে জড়িত অন্যদের সঙ্গে কীভাবে টলিউড (Tollywood) অভিনেতা দেবের যোগাযোগ, সে বিষয়ে বিশদে জানতে চাইতে পারেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে যদিও তৃণমূল সাংসদ দেব এই নোটিস নিয়ে বুধবার বিকেল পর্যন্ত কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন : Samantha Ruth Prabhu : নাগা চৈতন্যকে নিয়ে পুরোনো সাক্ষাৎকার ভাইরাল