বাংলার মুখ্য প্রকল্প হতে চলেছে দেউচা পাচামি প্রকল্প (Deucha Pachami Project)- বিধানসভায় ঘোষণা মমতার

সোমবার বিধানসভা ভবনে সাধন পাণ্ডে প্রতি শ্রদ্ধা জানানোর পর এক সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেখানেই তিনি বলেন, দেউচা পচামি (Deucha Pachami Project) নিয়ে কেউ কেউ ভুলভ্রান্তি রটনোর চেষ্টা করছে।

কয়েকটা মুখকে দেখেছি। তাদের আমি শ্রদ্ধা করি। কোনও কিছু করতে গেলেই না জেনেই বাধা দেওয়া ওঁদের কাজ।

তিনি আরও বলেন একটা জিনিস মনে রাখবেন জোর করে, জবরদস্তি দখল করে আমি কোনও কাজ করি না।

গরিবের পেটের ভাত মেরে কোনও কাজ করি না। দীর্ঘদিন বাদে বাংলার এই দেউচা পাঁচামি প্রকল্প বাংলার মুখ হতে চলেছে। প্রায় লক্ষাধিক ছেলে মেয়ের চাকরি হবে।

পাঁচটা রাজ্যের হাতে ওই প্রকল্প ছিল। আমরা অনেক লড়াই করে ওই প্রকল্প ছিনিয়ে এনেছি।

এদিন মমতা আরও বলেন বীরভূমের দেউচা পাচামিতে দেশের সর্ববৃহত্‍ কয়লা খনি খুলতে চলেছে সরকার।

তার অভিযোগ, সেই প্রকল্পে জমি দেওয়া নিয়ে এলাকার আদিবাসী ও অন্যায় মানুষদের ভুল বোঝাচ্ছে এক শ্রেণির মানুষজন।

তাঁদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, গরিবের ভাত মেরে কখনও কোনও কাজ করিনি।

দেউচা পাচামি, মহম্মদবাজারের মানুষের আমার প্রতি যদি আস্থা থাকে তাহলে বলব, একজন মানুষও বঞ্চিত হবেন না। পাশাপাশি, জমির বর্তমান মূল্যের দ্বিগুণ দাম ও চাকরি দেওয়া হবে জমি দাতাদের।