আজ রাজ্যের এক্সিকিউটিভ সচিব দেবাশিস সেন জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনে আসেন। ইতিমধ্যেই রাজ্য সরকার নিউ দীঘায় জগন্নাথ মন্দিরের জন্য ১২৮ কোটি টাকা অনুমোদন করেছে সেই সঙ্গে প্রাচীর দেওয়ার কাজও শুরু হয়েছে । কাজের হাল হকিকত সরজমিনে খতিয়ে দেখতে আসেন দেবাশিস সেন সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সহ দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক মানস কুমার মন্ডল ও অন্যান্য আধিকারিক বৃন্দ ।

দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির কাছেই একটি অস্থায়ী ভাবে মিটিংয়ের আয়োজন করা হয় । আধিকারিকদের সঙ্গে নানা বিষয় নিয়ে আলোচনা করেন দেবাশীষ সেন ।তারপর এলাকা পরিদর্শনে যান এবং মন্দিরের কাজ কতটা এগিয়েছে এবং প্রাচীর দেওয়ার কাজ কতটা সম্পূর্ণ হয়েছে তা ঘুরে দেখেন ।

আরও পড়ুন : SFI: বিক্ষোভ সফল SFI-এর, জয়ের উল্লাসে রাস্তায় সৃজন-প্রতীকুর