অব্যাহত রয়েছে বাঙালিকে কেন্দ্রের দেওয়া পুরস্কার(Award) নিয়ে বিতর্ক।

“বারবার নাম পরিবর্তন এবং পট পরিবর্তনের মধ্যে দিয়ে যিনি চলেছেন তিনি যত প্রতিভাবানই হোক না কেন,

আমার মনে হয় তাঁর কোনো রাজনৈতিক বক্তব্য অন্তত বাংলার মানুষ গুরুত্ব দিয়ে শুনবে না।”

এমন কড়া কথাতেই কবীর সুমনকে পাল্টা আক্রমণ করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Sameek Bhattacharya)।

মঙ্গলবার ‘পদ্মশ্রী’ (Padma Shri) প্রত্যাখ্যান করেন প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)।

এই নিয়ে বুধবার সাংবাদিক বৈঠকে কবীর সুমন বলেন,

“বিদ্বেষ থেকে পদ্মশ্রী দেওয়া হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়কে।

শ্বেতাঙ্গরা অন্তত রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কারটা দিয়েছিলেন। সেখানে তাঁরা অন্য কিছু বিচার করেননি।

এই শহরে দুই জন বসে আছেন যাঁরা পদ্মভূষণ পাওয়া।

তাঁদের কেরিয়ার কেমন আপনারাই দেখুন।

আর এদিকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কেরিয়ারটা দেখুন। কী কী ধরনের গান গেয়েছেন উনি।

খুব খারাপ লাগছে। এই বয়সে এসে ধাক্কা খেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।”

কবীর সুমনের তাঁর এই বক্তব্যের পাল্টা খোঁচা দিয়ে শমীক বলেন,

“এখানে এখন পুরোপুরি বাঙালি সাজার প্রতিযোগিতা চলছে।

এই পুরস্কার তো কোনও রাজনৈতিক দলের দেওয়া পুরস্কার নয়।

এই পুরস্কার কোনও রাজনৈতিক পদক্ষেপও নয়।

এই পুরস্কার নির্ধারণের জন্য নির্দিষ্ট একটি কমিটি আছে। এই পুরস্কার ভারত সরকারের তরফে দেওয়া পুরস্কার।

এই পুরস্কার নিয়ে কোনও বিবৃতি দেওয়া, তাকে সমালোচনা করা,

তাকে চ্যালেঞ্জ করা কার্যত দেশের মর্যাদাকেই ক্ষুণ্ণ করে।

অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে যে এই নিয়ে রাজনীতি হচ্ছে।”