রাতের অন্ধকারে মহিলাদের শ্লীলতাহানীর ঘটনা একাধিকবার ঘটেছে কলকাতায়(Kolkata)।

এই পরিস্থিতিতে শহরের মহিলাদের সুরক্ষায় জোর দিতে বিশেষ পদক্ষেপ নিল কলকাতা পুলিশ(Kolkata police)।

নারীদের নিরাপত্তা দিতে এবার আলিপুর চিড়িয়াখানার সামনে চালু হল সুপার কিয়স্ক। কিয়স্কের নাম দেওয়া হল ‘শের’।

এই কিয়স্কে থাকবেন কলকাতা(Kolkata) পুলিশকর্মীরা। কোনও মহিলা বিপদে পড়লেই এই কিয়স্কে অভিযোগ জানাতে পারবেন।

এর কয়েকদিন আগেই কলকাতা পুলিশের কমিশনার সোমেন মিত্র(Somen Mitra) নারীদের সম্মান জানানো নিয়ে একটি সচেতনমূলক অভিযানের উদ্যোগ নিয়েছিলেন।

কয়েকদিন আগেই আসানসোল থেকে কলকাতায় এসে বিপদের মুখে পড়তে হয়েছিল এক তরুণীকে।

সল্টলেকে পুলিশকর্মীর অভব্য আচরণের সামনে পড়তে হয়েছিল তাঁকে।

পরবর্তীতে কসবা থানায় অভিযোগও দায়ের করেছিলেন সেই তরুণী।

পুলিশের বিরুদ্ধেই ভক্ষক হওয়ার এহেন অভিযোগে নড়চড়ে বসেছে গোটা পুলিশ প্রশাসনই। এই লজ্জার দাগ মেটাতে তাই তড়িঘড়ি মাঠে নেমেছে পুলিশ।

এই আবহে মঙ্গলবার আলিপুর চিড়িয়াখানার(Alipur Zoo) সামনের রাস্তায় মহিলাদের জন্য একটি সুপার কিয়স্কের উদ্বোধন করলেন কলকাতা পুলিসের  ডিসি সাউথ আকাশ মেঘারিয়া।

কিয়স্কে কলকাতা পুলিসের একজন অপারেটর সবসময় থাকবে।

এখান থেকে আলিপুর থানা বা লালবাজারে(Lal bazaar) সরাসরি ভিডিও কল বা মেসেজেও অভিযোগ জানাতেন পারবেন মহিলারা।

অভিযোগ পাওয়ার সাথে সাথেই দ্রুত সমস্যা মেটানো হবে বা পদক্ষেপ নেওয়া হবে।’

কলকাতা পুলিশের তরফে জানানো হয়, সমস্যায় পড়া নাগরিক কন্ট্রোলরুমে থাকা কলকাতা পুলিশের আধিকারিকদের জানাতে পারবেন নিজের সমস্যার কথা।

কিয়স্কেরই নির্দিষ্ট বুথে ঢুকেই অভিযোগকারী সরাসরি যোগাযোগ করতে পারবেন লালবাজারের কন্ট্রোলরুমে।

আরও পড়ুন – কংগ্রেস বৈঠকে নেই ঘাসফুল শিবির