কর্মরত অবস্থায় জঙ্গিদের গুলিতে বর্ডারে আহত হয়েছিলেন এক জওয়ান(Army)। ৪০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই চালানোর পর হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ভারতীয় সেনার নায়েক দীপক ন্যানওয়াল।
এবার স্বামীর অপূর্ণ কাজ শেষ করার লক্ষ্যে সেনাবাহিনীতে যোগ দিলেন শহীদ জওয়ান(Army) দীপক ন্যানওয়ালের স্ত্রী জ্যোতি ন্যানওয়াল।
শনিবার ভারতীয় সেনা দলের লেফটেন্যান্ট পদে যোগ দেন তিনি।
গত ১১ মাস ধরে ট্রেনিং নিয়েছেন জ্যোতি। ১১ মাসের কঠোর প্রশিক্ষণের পর শনিবারই চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি থেকে মোট ১৭৮ জন ক্যাডেট উত্তীর্ণ হয়েছেন।
তাঁদের মধ্যে ১২৪ জন পুরুষ, ২৯ জন মহিলা এবং ২৫ জন বিদেশি রয়েছেন।
জ্যোতি সফলভাবে ট্রেনিং শেষ করেছেন বলে জানা গেছে।
পাসিং আউট প্যারেডে (পিওপি) জ্যোতির সঙ্গে তাঁর দুই সন্তানও উপস্থিত ছিল।
স্বামীর রেজিমেন্টকে ধন্যবাদ জানিয়ে জ্যোতি বলেন, ‘২০শে মে দীপক আমাদের গৌরবের জীবন উপহার দিয়েছিল।
আমি কেবল সেই ধারা বজায় রেখে তা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
দীপকের রেজিমেন্ট প্রতিটি পদক্ষেপে আমার পাশে ছিলেন।
আমার সঙ্গে নিজের মেয়ের মত ব্যবহার করেছে।
বাকি জীবনটা এমনভাবে কাটাব, যা আমার সন্তানদের জন্য উপহারের মতো হয়ে থাকবে।’
দেহরাদুনের হাররাওয়ালার বাসিন্দা নায়েক দীপক ন্যানওয়াল নামের ওই জওয়ান(Army) জম্মু ও কাশ্মীর বর্ডারে কুলগামে ২০১৮ সালের ১০ই এপ্রিল জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিলেন।
পরপর ৩টি গুলি লাগে তাঁর শরীরে।
এক মাসেরও বেশি সময় ধরে জীবন-মৃত্যুর লড়াইয়ের পর ২০শে মে তিনি শহীদ হন।
সেই সময়ই তাঁর স্ত্রী জ্যোতি স্বামীর মতোই দেশের কাজে নিজের জীবনকে সপে দেওয়ার সিদ্ধান্ত নেন।
জ্যোতি সেনাবাহিনীতে যোগ দেওয়ায় খুশি তাঁর দুই সন্তান।
দীপকের বাবাও একসময় সেনাবাহিনীতে ছিলেন, কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাই তিনিও জ্যোতিকে নিয়ে গর্বিত।