“আমিও কিন্তু ছটপুজোর(Chhath Puja) ব্রত পালন করছি। গতকাল থেকে শুধু চা খেয়ে আছি।” বুধবার এক জায়গায় ছটপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই সাধারণের সঙ্গে মিশে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

পাশাপাশি উপস্থিত অবাঙালি জনগনের কাছে ঠেকুয়া খাওয়ার আবদারও জানালেন মুখ্যমন্ত্রী। বুধবার ভোর থেকেই সারা কলকাতা শহরজুড়ে পালিত হচ্ছে ছটপুজো(Chhath Puja)।

বুধবার সন্ধেয় এবং বৃহস্পতিবার সকালেও গঙ্গার ঘাটে ঘাটে সূর্যের পুজো করা হবে। যার জন্য কলকাতা সহ গোটা রাজ্যের প্রায় প্রতিটি ঘাটেই পুলিশ মোতায়েন করা হয়েছে।

একইসঙ্গে গঙ্গাদূষণ রোখার জন্য কৃত্রিম জলাশয়ও তৈরি করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে। বুধবার হেস্টিংস থেকে দইঘাট- একাধিক এলাকায় ছটপুজোর উদ্বোধনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

আর সেখানেই তিনি বলেন, নিয়ম মত উপবাস রেখে এই ছট পুজোর(Chhath Puja) ব্রত তিনিও পালন করছেন। পাশাপাশি, কোভিডবিধি মেনে সকলকে এই পুজোয় শামিল হওয়ার পরামর্শ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রীর(CM) কথায়, “দুর্গাপুজো, দিওয়ালির পেরিয়ে এবার ছটপুজো এসে গিয়েছে। আর বাংলা কিন্তু ছটপুজোকে একটুও কম গুরুত্ব দেয় না।

সেই জন্যই এবার পরপর দু’দিনের ছুটি দেওয়া হয়েছে। আগে একদিন দেওয়া হত।

কিন্তু আমাদের কাছে খবর এসেছে যে মহিলারা এই পুজোয় তিনদিন আগে থেকেই এই ব্রত পালন শুরু করে দেন। তাই সব দিক ভেবেই দু’দিন ছুটির কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।

আর আপনাদের বলব, কোভিডবিধি(Covid protocol) মেনে ঘাটে যান, পুজো দিন, উৎসবে মাতুন। এই দু’দিন দুর্গাপুজোর মতো নাইট কারফিউও তুলে দেওয়া হয়েছে।

তাই তাড়াহুড়ো করার দরকার নেই। ধীরে-সুস্থে পুজো করুন।”