পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam) হঠাৎই জড়িয়ে পড়লেন বিতর্কে। বাবর এই মুহূর্তে রয়েছেন বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টার বা উৎকর্ষ কেন্দ্রে। কিন্তু সেখানে নিজের ভাইকে নিয়ে আসায় সমালোচনার মুখে পড়েন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিয়ম ভেঙেছেন বাবর। ফলে তাঁকে সতর্কও করে দেওয়া হয়েছে।
অনুশীলনের জন্য লাহৌরের উৎকর্ষ কেন্দ্রে রয়েছেন বাবর (Babar Azam)। কিন্তু সেখানে রয়েছেন তাঁর ভাই সফিরও। নেটে অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে। পাকিস্তানের জোরে বোলার শাহনওয়াজ দাহানির বিরুদ্ধে খেলছিলেন তিনি। ভাইয়ের অনুশীলন কড়া নজরে রেখেছিলেন বাবর। প্রয়োজনে ভুলত্রুটি শুধরেও দিচ্ছিলেন। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। এরপরেই শুরু হয় তীব্র সমালোচনা।
আরও পড়ুন: Ramesh Powar: ফের এক বছর পাওয়ারই থাকছেন মহিলা ক্রিকেট দলের কোচ
সুত্রের খবর, পাক বোর্ডের নিয়মানুযায়ী উৎকর্ষ কেন্দ্রের সুবিধা জাতীয় দল, প্রথম শ্রেণি এবং জুনিয়র ক্রিকেটার ছাড়া কেউ নিতে পারেন না। বাবরের (Babar Azam) ভাই এখনও পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে কোনও ছাপ ফেলতে পারেননি। ফলে উৎকর্ষ কেন্দ্র ব্যবহারের অনুমতিও নেই তাঁর।