কড়া নির্দেশ এবং বক্তব্য পেশ করতে কোনও রকম সুযোগ ছাড়ছেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত সম্পত্তির হিসেব হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।সেই শুনানিতেই তাত্‍পর্যপূর্ণ মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

 

এদিন তিনি বলেন, ‘সুযোগ হলে গান্ধী পরিবারের সম্পত্তির হিসেবও চাইতে পারি।’ নিজের পর্যবেক্ষণ রাখার সময়ে নেতাদের সম্পত্তির হিসেব নিয়ে উষ্মা প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়, রাহুল গান্ধীর এত টাকার উত্‍স কী? তাঁরা কোথায় পান এত টাকা?’

 

হটাৎ এমন বক্তব্য করার পরই আইনজ্ঞরা মনে করছেন যে, পার্থ চট্টোপাধ্যায় ও গান্ধী পরিবারের প্রসঙ্গ উপস্থাপনের মাধ্যমে মূলত রাজনীতিতে থেকে নেতানেত্রীর একাংশের আর্থিক প্রতিপত্তির বিষয়টিই তুলে ধরতে চেয়েছেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।পাশাপাশি, বিচারপতি হয়তো এটাও বোঝাতে চেয়েছেন, তিনি যে শুধু পার্থ চট্টোপাধ্যায়ের জন্যই এটা বলছেন তা নয়। বরং, তাঁর এটা মৌলিক নীতিগত অবস্থান। আর তার ফলেই কখনও সুযোগ হলে গান্ধী পরিবারের ক্ষেত্রেও তিনি এই প্রশ্ন তুলতে পারেন।

 

আরো পড়ুন:DA:৩ মাসের মধ্যে রাজ্য সরকারকে ডিএ মেটানোর নির্দেশ হাইকোর্টের