বুধবার সকালে অভিজিত্‍ সরকার খুনের ঘটনায় বেলেঘাটা তৃণমূল (TMC) বিধায়ক পরেশ পাল সিবিআই দপ্তরে হাজিরা দিলেন।

 

উল্লেখ্য কাকুরগাছিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআইয়ের পক্ষ থেকে তলব করা হয় বেলেঘাটা তৃণমূল (TMC) বিধায়ক পরেশ পাল। যেখানে বুধবার তাকে সিবিআই দপ্তর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই তৃণমূল বিধায়ক সেখানে উপস্থিত হন কিনা, তার দিকে নজর ছিল সকলের।অবশেষে সাতসকালে সিবিআই দপ্তরে উপস্থিত হতে দেখা যায় পরেশ পালকে।

 

অন্যদিকে আবার এই ঘটনা প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য, কেউ ভাবতে পারবে না যে, ৭৪ বছর বয়সের পরেশ পাল খুন করিয়েছেন। ৭৪ বছর বয়স তাঁর। আমরা ছোটবেলা থেকে পরেশদাকে দেখে এসেছি। এটা কি ইয়ার্কি মারা হচ্ছে! অমিত শাহ যা বলবেন, তা-ই করতে হবে? এত প্রবীণ একজন নেতা! আমরা সবাই শ্রদ্ধা করি তাঁকে। বয়স্ক মানুষকে নিয়ে এমন কাজ ইয়ার্কি ছাড়া কিছু নয়।তাঁর আরও সংযোজন,আদালতের অজুহাত দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা হচ্ছে।সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর আছে সকলের।

 

আরো পড়ুন:Birbhum:ফের রাজ্যে আক্রান্ত বিজেপি নেতা, অভিযোগের তীর তৃণমূলের দিকে