রাজ্যের বিরোধী দলনেতা (Subhendu) শুভেন্দু অধিকারী একটি ভিডিয়ো পোস্ট করেছেন । যেখানে দেখা যাচ্ছে তাঁর বিধায়ক কার্যালয়ের সামনে পুলিশ দাঁড়িয়ে রয়েছে।

আর সেই পুলিশি হানার কারণ জানতে চেয়ে এবার রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

বিরোধী দলনেতার বিধায়ক কার্যালয়ে পুলিশ কেন? জানতে চাইলেন রাজ্যপাল।

তিনি টুইট করে লিখেছেন,বিরোধী দলনেতার নন্দীগ্রামের কার্যালয়ে পুলিশ হানা দিয়েছে।

বিষয়টি উদ্বেগের। তাই আমি মুখ্যসচিবের কাছে এনিয়ে জবাব চেয়েছি। এদিকে এনিয়ে তিনি একটি ভিডিয়ো পোস্টও করেছেন।

এদিকে শুভেন্দু অধিকারী নিজেও একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, কোনও পূর্ব সূচনা না দিয়ে, কোন সার্চ ওয়ারেন্ট ছাড়াই এবং

ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে আচমকা মমতা পুলিশ(পশ্চিমবঙ্গ পুলিশ) আমার নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ে অনধিকার প্রবেশ করে।

মমতা সরকারের পুলিশের এই জঘন্য় অপব্যবহার বিরোধী দলনেতার প্রতি এক ঘৃণ্য ষড়যন্ত্রের প্রমাণ।

তবে রাজ্যপালের রিপোর্ট তলবে কতটা সাড়া দেন মুখ্যসচিব সেদিকেও নজর অনেকের।

এদিকে এই ঘটনাকে ঘিরে নন্দীগ্রামে বিজেপির অন্দরেও নানা প্রশ্ন উঠছে।

নেতৃত্বের একাংশের মতে, বিরোধী দলনেতাকে হেনস্থা করতেই নানা পরিকল্পনা নেওয়া হয়েছে।

তারই অঙ্গ হিসাবে এদিন বিধায়কের কার্যালয়ে পুলিশ এসেছিল। এদিকে তৃণমূল অবশ্য গোটা ঘটনায় বিজেপিকে বিঁধেছে।

তাঁদের মতে, ওই বাড়িটি থেকেই শুভেন্দু অধিকারী(Subhendu) নন্দীগ্রামের ভোটার হয়েছেন।তিনি যদি কোনও অপরাধ না-ই করেন তবে এত ভয় কিসের?