বাম নেতার বাড়িতে গেলেন (Arjun Singh)অর্জুন সিং

দিল্লি যাত্রার আগে বারাকপুর অঞ্চলের অসুস্থ বিজেপি কর্মী এবং এক স্থানীয় বাম নেতার বাড়িতে গেলেন অর্জুন সিং।

বিজেপি সাংসদের এহেন আচরণে স্বভাবতই অবাক রাজনৈতিক মহল।

সোমবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করবেন অর্জুন সিং (Arjun Singh)।

তার আগে রবিবার বিকেলে জগদ্দল, ভাটপাড়া এলাকায় অসুস্থ বিজেপি কর্মীদের বাড়ি যান বিজেপি সাংসদ।

এরপর তিনি সটানহাজির হন সিপিএম এর জগদ্দল লোকাল কমিটির সভাপতি দিলীপ ভট্টাচার্যের বাড়ি। তাঁর শারীরিক অবস্থার খবর নেন অর্জুন সিং ।

হঠাত্‍ সাক্ষাতের কারণ জানতে চাইলে অর্জুন জানান, নিছক সৌজন্য। শারীরিক অস্থার খোঁজ নিতে গিয়েছিলেন।

কোনও রাজনীতি নেই। দিলীপবাবুও একই দাবি করেন। যদিও এই সাক্ষাত্‍কে নিছক সৌজন্য ভাবতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা।

তাঁদের প্রশ্ন তবে কি ঘর গোছাচ্ছেন অর্জুন? গিয়ে গিয়ে খবর নিলেন।

এমনকি জগদ্দলে অসুস্থ CPIM নেতার বাড়ি গিয়ে খবর নিলেন সাংসদ অরজুন সিং।

যদি এই সাক্ষাত্‍কার নিছক সৌজন্যতা বলে সাংসদ দাবি করলেও রাজনৈতিক মহলে এই নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে।

রাজনৈতিক মহলে প্রশ্ন, দিল্লী যাবার আগে নিজের ঘর গোছাচ্ছেন না তো সাংসদ!