আজ, রবিবার মুখোমুখি হয়েছিল গুজরাত-চেন্নাই। ওই ম্যাচে চেন্নাই সুপার কিংসের করা ১৩৩ রান তাড়া করতে গিয়ে তিন উইকেট পড়ে যায় গুজরাত টাইটান্সের। কিন্তু এক দিকে টিকে ছিলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। অর্ধশতরান করেন তিনি। তাই ম্যাচে রেফারি ও আম্পায়ারদের বিচারে ম্যাচের সেরাও হন তিনি।

চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন ঋদ্ধিমান (Wriddhiman Saha)। পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান করতে থাকেন তিনি। বড় শট খেলতে ভয় পাচ্ছিলেন না। ভাগ্যও অবশ্য তাঁকে সঙ্গ দেয়। শুভমন গিলের সঙ্গে অর্ধশতরানের জুটি বাঁধেন ঋদ্ধি। শুভমন, ওয়েড, হার্দিকরা আউট হয়ে গেলেও এক দিকে টিকে ছিলেন বাংলার উইকেটরক্ষক ঋদ্ধি।

আরও পড়ুন: Mahammed Shami: আইপিএলের তরুণ ক্রিকেটারদের নিয়ে কী বললেন শামি

অবশেষ ডেভিড মিলারের সঙ্গে মিলে দলকে জয়ে নিয়ে যান ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ৫৭ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন তিনি। মারেন আটটি চার ও একটি ছক্কা। কোনও সময় তাঁকে দেখে মনে হয়নি তিনি চাপে রয়েছেন।