আইপিএলে (IPL) আবার কেলেঙ্কারির ছোঁয়া। এ বার জুয়ার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। দিল্লি, যোধপুর, জয়পুর এবং হায়দরাবাদের বেশ কিছু ব্যক্তির উপর সন্দেহ রয়েছে তাদের। যদিও মূল সন্দেহ পাকিস্তানের দিকে।
আইপিএলের (IPL) ম্যাচ নিয়ে জুয়ায় যুক্ত রয়েছে পাকিস্তান। সিবিআই-এর হাতে আসা তথ্য তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। আর তদন্তও শুরু করেছে সিবিআই।
এক ব্যক্তির উপর সন্দেহ রয়েছে, যিনি সারা ভারত জুড়ে জুয়া খেলতেন বলে মনে করা হচ্ছে। শুক্রবার সিবিআই দু’টি মামলা করেছে।
আরও পড়ুন: Virat Kohli: বিরাটকে নিয়ে কি বললেন ময়ঙ্ক
সুত্রের খবর, সিবিআইয়ের তরফে বলা হয়েছে, “বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে বেশ কিছু লোক মিলে একটি জুয়া চক্র চালাচ্ছিল। আইপিএল (IPL) সংক্রান্ত সেই জুয়াতে পাকিস্তান থেকে লেনদেনের কিছু তথ্য পাওয়া গিয়েছে। এই জুয়ায় সাধারণ মানুষকেও জড়িয়ে ফেলতে চাইছিল তারা।”