ট্রেন (Train) চলতে শুরু করেছে। ট্রেন প্ল্যাটফর্ম প্রায় ছাড়বে ছাড়বে, এমন অবস্থায় দুই মহিলা যাত্রী বুঝতে পারলেন যে তাঁরা ভুল ট্রেনে উঠে পড়ছেন।
কী করবেন এখন। আগেপিছু না ভেবে চলন্ত ট্রেন(Train) থেকেই ঝাঁপ দিলেন প্রথমে একজন মহিলা।
তাঁর দেখাদেখি আরেকজনও দিলেন ঝাঁপ। একজন ছিটকেে পড়লেন প্ল্যাটফর্মে।
আরেকজন আটকে গেলেন ট্রেন(Train) আর প্ল্যাটফর্মের মাঝের ফাঁক অংশে। তবে প্ল্যাটফর্মে কর্মরত নিরাপত্তারক্ষীর তৎপরতায় বেঁচে গেছে দুটো প্রাণ।
সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন ওই দুই মহিলা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া স্টেশনে (Purulia Station)।
সোমবার বিকেলে ঘটেছে এই ঘটনা। ট্রেনটি ছিল পুরুলিয়া স্টেশন থেকে ছেড়ে যাওয়া সাঁতরাগাছি আনন্দ বিহার এক্সপ্রেস (Anand Bihar Express)।
ট্রেনে ভিড় ছিল বেশ ভালই। হঠাৎই দেখা গেল চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পড়লেন এক মহিলা।
আটপৌরে শাড়ি পরিহিত এক মহিলা ছিটকে পড়লেন প্ল্যাটফর্মে(platform)। সবাই হইহই করতে শুরু করেছেন। কয়েক সেকেন্ডের ব্যবধান। ওই চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিলেন আরও এক মহিলা।
কিন্তু তাঁর শরীর আটকে গেল প্ল্যাটফর্ম আর ট্রেনের ঠিক মাঝখানে। কোনওভাবেই নিজেকে ওই জায়গা থেকে ছাড়াতে পারছেন না তিনি।
ঘষা খাচ্ছে তার শরীর। শিউরে ওঠেন ট্রেনের যাত্রীরা ও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মানুষজন।
হইচই পড়ে গেছে এমন সময় দেখা গেল ওই মহিলার দিকে রুদ্ধশ্বাসে দৌড়চ্ছেন এক আরপিএফ(RPF) কর্মী। বাবলু কুমার নামের ওই আরপিএফ কর্মী প্রায় ঝাঁপিয়ে পড়ে প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝখানের অংশে আটকে থাকা ওই মহিলাকে এক ঝটকায় টেনে ওপরে তোলেন।
ততক্ষণে ছুটে এসেছেন আরও বেশ কিছু মানুষজন। রেল সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর এখন সুস্থ আছেন ওই মহিলা।
ওই আরপিএফ কর্মীর কাজের প্রশংসা করেছেন সকলে।
আরও পড়ুন – Tmc: তৃণমূলের ত্রিপুরার সাফল্যে খুশি অভিষেক বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন – Tmc: তৃণমূলের ত্রিপুরার সাফল্যে খুশি অভিষেক বন্দ্যোপাধ্যায়http://newz24hours.com/2021/11/abhishek-banerjee-happy-for-success-of-tripura/