বিধানসভা ভোটের আগে বেশ সাড়া ফেলে দিয়েছিল তৃণমূল সরকারের ‘দিদিকে বলো’ কর্মসূচি। মুখ্যমন্ত্রীর কাছে যেকোনও বিষয়ে নিজের সমস্যা পৌঁছে দেওয়ার জন্যই এই বিশেষ পদ্ধতি চালু করা হয়েছিল তৃণমূল সরকারের তরফে।
এবার সেই দিদিকে বলো-র ধাঁচেই রাজ্যের পঞ্চায়েত দফতর উদ্যোগ নিয়েছে বিশেষ হোয়াটস অ্যাপ নম্বর চালু করার। পানীয় জল, রাস্তা, জঞ্জালের সমস্যা সহ এলাকায় ঘটা দুর্নীতির অভিযোগও জানানো যাবে এই নম্বরে।
চালু হতে চলেছে যে হোয়াটসআপ নম্বর তাতে সরাসরি পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে যে কোনও অভিযোগ জানানো যাবে।
একেবারে নীচুস্তরে পঞ্চায়েতের কাজকর্ম কীভাবে চলছে কেমন চলছে, মনে করা হচ্ছে তারই খবর পেতে চাইছে রাজ্য পঞ্চায়েত দফতর।
পাশাপাশি এই পদ্ধতির মাধ্যমে গ্রামের বাসিন্দারাও সরাসরি রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
পাশাপাশি পঞ্চায়েতের কাজকে দুর্নীতিমুক্ত রাখার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সেই কাজকেও এই পদ্ধতিতেই বাস্তবায়িত করতে উদ্যোগ নিচ্ছে দফতর।
দফতর সূত্রে খবর, গ্রামের পরিষেবাগত পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা একবারে সরাসরি গ্রামের মানুষের কাছ থেকেই শুনতে চাইছে নবান্ন।
কোথাও দুর্নীতি হয়ে থাকলে, পঞ্চায়েতের পরিষেবাগত কোনও সমস্য়া থাকলে সবটাই জানানো যাবে হোয়াটস অ্যাপের মাধ্যমে।
সূত্রের খবর, শীঘ্রই, গ্রাম পঞ্চায়ত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে এই হোয়াটসআপ নম্বর পৌঁছে দেওয়া হবে।
গ্রামের পরিষেবাগত পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা একবারে সরাসরি গ্রামের মানুষের কাছ থেকেই এবার শুনতে চাইছে নবান্ন। কোথাও দুর্নীতি হয়ে থাকলে,
পঞ্চায়েতের পরিষেবাগত কোনও সমস্যা থাকলে সবটাই প্রশাসনকে জানানো যাবে হোয়াটস অ্যাপের মাধ্যমে।
শীঘ্রই, গ্রাম পঞ্চায়ত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে এই হোয়াটস আপ নম্বর পৌঁছে দেওয়া হবে সরকারের তরফে।